পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Newborn Body Found: ক্যানিং স্টেশনে ট্রেন থেকে উদ্ধার সদ্যোজাতর মৃতদেহ - Canning Station newborn body found

ব্যস্ত সময়ে ট্রেনের কামরায় মিলল এক সদ্যোজাতের মৃতদেহ ৷ পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷ কে বা কারা ওই দেহ ফেলে রেখে চলে গিয়েছে, তার সন্ধানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat
ট্রেনের মধ্যে সদ্যোজাতের মৃতদেহ

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 3:12 PM IST

ক্যানিং, 8 অক্টোবর: ট্রেনের মধ্যে পাওয়া গেল সদ্যোজাতের মৃতদেহ ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিং স্টেশনে ৷ একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে এক সদ্যোজাতের দেহ দেখতে পাওয়া যায় ৷ পরে জানা যায়, তার মৃত্যু হয়েছে ৷ পুলিশ ওই ব্যাগটি উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ সদ্যোজাতের দেহের ময়নাতদন্ত হলে তার মৃত্যুর কারণ জানা যাবে ৷

ক্যানিং স্টেশনের রেল পুলিশের এক আধিকারিক এ প্রসঙ্গে বলেন, "এই ঘটনায় আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি ৷ কে বা কারা এই শিশুকে ট্রেনের মধ্যে নিয়ে এল, তা দেখছি । রেলস্টেশন চত্বরে লাগানোর সিসিটিভি ফুটেজ আমরা ইতিমধ্যেই খতিয়ে দেখেছি ৷ এর পাশাপাশি ট্রেনে থাকা যাত্রীদের ও ট্রেনে হকারদের আমরা জিজ্ঞাসা করছি ৷ আশা করছি, খুব শীঘ্রই আমরা এই রহস্য ভেদ করতে পারব ৷"

এদিন সপ্তাহের অন্য দিনগুলির মতোই ক্যানিং স্টেশনে দাঁড়িয়েছিল ক্যানিং লোকাল ট্রেন ৷ কামরাগুলিতে ধীরে ধীরে যাত্রীরা উঠছিল ৷ হঠাৎ এক যাত্রী চিৎকার করে ওঠেন ৷ তাঁর চিৎকার শুনে ছুটে আসেন অন্য যাত্রীরাও ৷ পরে জানা যায়, ওই যাত্রীর পায়ের কাছে একটা প্লাস্টিকের ব্যাগ দেখতে পান ৷ তাতেই ভয় পেয়ে গিয়েছিলেন তিনি ৷

সূত্রের খবর, সিটের নীচে ওই প্লাস্টিকের ব্যাগ ব্যাগ খুলতেই চোখ কপালে ওঠে যাত্রীদের ৷ দেখা যায়, ব্যাগের মধ্যে রয়েছে একটি সদ্যোজাতের মৃতদেহ ৷ এই খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা ক্যানিং স্টেশন চত্বরে ৷ ট্রেনের জানলা দিয়ে ভিতরে উঁকি মারে কৌতূহলী জনতা ৷

ততক্ষণে খবর চলে গিয়েছে জিআরপির কাছে ৷ রেল পুলিশ এসে ভিড় নিয়ন্ত্রণ করে ৷ উদ্ধার করা হয় সদ্যোজাতের দেহ ৷ ইতিমধ্যেই তার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তাকে খুন করা হয়েছে, নাকি শারীরিক অসুস্থতার কারণে এই মৃত্যু- তা স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্টে ৷

কেউ বা কারা শিশুটিকে ট্রেনের মধ্যে প্লাস্টিকের ব্যাগে ফেলে রেখে চলে গিয়েছে ৷ তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখছে, কারা এই কাজ করেছে । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ট্রেনের যাত্রীদের, ট্রেনে থাকা হকারদের ৷ স্টেশন চত্বরে থাকা লোকজন, হকারদের ৷ খতিয়ে দেখা হচ্ছে স্টেশন চত্বরের সিসিটিভি ফুটেজ ৷ অন্যদিকে এর নেপথ্যে কোনও শিশুপাচার চক্রের হাত থাকার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না পুলিশ ৷ রেল পুলিশের আধিকারিকরাও তদন্তে নেমেছেন ৷ কীভাবে, কোথা থেকে এই সদ্যোজাতের দেহ ট্রেনের মধ্যে এল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন: আগ্রায় 20 হাজার টাকায় সদ্যোজাত বিক্রি ! অভিযোগ দায়ের চিকিৎসক-সহ তিনজনের বিরুদ্ধে

ABOUT THE AUTHOR

...view details