বকখালি, 16 জুলাই : অবশেষে উদ্ধার হল হৈমবতী ট্রলারের নিখোঁজ মৎস্যজীবীর মৃতদেহ । মৃতের নাম অনাদি শাসমল (53) ৷ গভীর সমুদ্রে মাছ ধরে বন্দরে ফেরার সময় বুধবার ভোরে বকখালির কিছুটা দূরে রক্তেশ্বরী চরের কাছে 12জন মৎস্যজীবীকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এফবি হৈমবতী ট্রলার । দু'জনকে জীবিত অবস্থায় ও ন'জনের দেহ উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন এক মৎস্যজীবী ৷ গতকাল বিকেলে তাঁর দেহ উদ্ধার হয় ৷
বুধবার ভোরে ট্রলারটি উল্টে যাওয়ার পর গভীর সমুদ্রে দু'জন মৎস্যজীবীকে সাঁতার কাটতে দেখে ও চিৎকার শুনে অন্যান্য ট্রলারের মৎস্যজীবীরা তড়িঘড়ি সময় নষ্ট না করে গভীর সমুদ্র থেকে তাঁদের উদ্ধার করে ৷ দু'জনকে উদ্ধার করে গেলেও ট্রলার ডুবে যাওয়ায় বাকি 10জন মৎস্যজীবী নিখোঁজ হয়ে যায় । নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে সুন্দরবন জেলা পুলিশ ও উপকূলরক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে শুরু হয় তল্লাশি অভিযান ৷ এরপর বৃহস্পতিবার ভোরে ট্রলার-সহ 9জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হলেও নিখোঁজ থাকেন মৎস্যজীবী অনাদি শাসমল ।