নরেন্দ্রপুর, 11 মার্চ : নরেন্দ্রপুরে উদ্ধার ছুরিবিদ্ধ এক যুবকের দেহ ৷ নরেন্দ্রপুর থানার খুদিরাবাদ এলাকা থেকে গতরাতে উদ্ধার হয় ওই যুবকের দেহ ৷ মৃতের নাম বাবু হালদার (19) ৷ ঘটনায় জখম হয়েছে মিহির মজুমদার নামের আরও এক যুবক ৷ তাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷
ত্রিকোণ প্রেমে খুন নরেন্দ্রপুরের যুবক? ধন্দে পুলিশ - নরেন্দ্রপুর থানা
ত্রিকোণ প্রেমের জেরেই কি খুন হতে হল নরেন্দ্রপুরের যুবককে ? তদন্ত নেমে এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ ৷
স্থানীয়রা জানিয়ছে, বাবু হালদারের সঙ্গে স্থানীয় এক নাবালিকার বেশ কিছুদিন ধরে একটি সম্পর্ক গড়ে উঠেছিল । দুই পরিবারের সদস্যরাও জানত তাদের সম্পর্কের কথা । জানা গেছে, মৃতের বাড়িতে যাতায়াতও ছিল ওই নাবালিকার ৷ দু'জনের বিয়ে নিয়েও দুই পরিবারের মধ্যে আলোচনা চলছিল । গতরাতে প্রায় ন’টা নাগাদ এলাকায় চিৎকার শুনে স্থানীয়রা বেড়িয়ে এসে দেখেন দুই যুবক ছুরিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে । ঘটনাস্থানেই মৃত্যু হয় বাবু হালদারের ৷ জখম মিহির মজুমদারকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷
স্থানীয়রাই নরেন্দ্রপুর থানায় খবর পাঠায় । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ত্রিকোণ প্রেমের কারণেই খুন হয়েছে ওই যুবক ৷ ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷