পাথরপ্রতিমা, 4 জানুয়ারি:বন দফতরের অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ মৎস্যজীবীদের ৷ বুধবার থেকে বিক্ষোভের পথে হেঁটেছেন মৎস্যজীবীরা ৷ নদীপথ আটকে বিক্ষোভ দেখান তাঁরা ৷ বৃহস্পতিবারও অব্যাহত থাকে বিক্ষোভ পক্রিয়া ৷ দক্ষিণ 24 পরগনা পাথরপ্রতিমার গোবদিয়া নদীতে নৌকা দিয়ে নদীপথ আটকে বিক্ষোভে সামিল হয়েছেন সুন্দরবনের মৎস্যজীবীরা । পাশাপাশি রামগঙ্গা রেঞ্জ অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও অনশনে সামিল তাঁরা । প্রায় এক হাজার মৎস্যজীবী এই বিক্ষোভে সামিল হয়েছেন ৷
সূত্রের খবর, রাজ্যের 50টি মৎস্যজীবী সংগঠন নিয়ে গঠিত ফোরাম ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশন ৷ এই ফোরামের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ ও অনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন মৎস্যজীবীরা ৷ এ প্রসঙ্গেই ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিজন মাইতি বলেন, "সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবীরা নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গেলে বনকর্মীরা তাঁদের উপর অত্যাচার করেন । মূলত জঙ্গলের গাছ কেটে নেওয়ার মিথ্যা অভিযোগে মৎস্যজীবীদের হয়রানি করেন ৷ মৎস্যজীবীদের নৌকাও কেড়ে নেন ৷" এমনকী মৎস্যজীবীদের লাইসেন্স, জাল ও জ্বালানী কেড়ে নেওয়ার অভিযোগ বন দফতরের কর্মীদের বিরুদ্ধে । তারই প্রতিবাদে সুন্দরবনের প্রায় এক হাজার মৎস্যজীবী অবস্থান বিক্ষোভ ও অনশনে সামিল হয়েছেন ।