গোসাবা, 31 অগস্ট : চারদিনে গোসাবা ব্লকের অন্তত 1 লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন ৷ মূল উদ্দেশ্যে সরকারি নির্দেশ অনুযায়ী 18 বছরের বেশি বয়সী সবাইকে 100 শতাংশ ভ্যাকসিন দেওয়া ৷ গোসাবার দ্বীপাঞ্চলগুলিকে করোনা মুক্ত করতে এই উদ্যোগ নিয়েছে দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসন ৷ সেই মোতাবেক প্রয়োজনীয় উদ্যোগ ইতিমধ্যেই ব্লক প্রশাসনের তরফে নেওয়া হয়েছে ৷ ভোটের দিকে মাথায় রেখে বুথে বুথে ক্যাম্প করে চলছে ভ্যাকসিন দেওয়ার কাজ ৷
গত 19 জুন করোনা পরবর্তী সমস্যার কারণে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করের ৷ ফলে এই কেন্দ্রে আগামী কয়েক মাসের মধ্যে উপনির্বাচন হওয়ার কথা ৷ কিন্তু, তার আগে গোসাবায় ফের করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে উপনির্বাচনের আগে গোসাবায় ভ্যাকসিনেশন শেষ করতে চাইছে রাজ্য প্রশাসন ৷ সেইমতো 1 সপ্তাহের মধ্যে গোসাবা ব্লকে 1 লক্ষ মানুষকে ভ্যাকসিনেটেড করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷
গত কয়েকদিন ধরে গোসাবা এলাকায় নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে ৷ সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে গোসাবা ব্লক প্রশাসন খেয়াঘাটে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, বাজার বন্ধ-সহ বেশ কিছু জরুরি পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছে ৷ উপনির্বাচনের আগে এলাকার সমস্ত ভোটারদের যাতে ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করা যায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ গোসাবা ও বালি এই দু‘টি দ্বীপের মোট চারটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের ভ্যাকসিন দেওয়া হবে ৷ প্রতিদিন গড়ে 25 হাজার করে মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বলে ব্লক প্রশাসন সূত্রের খবর ৷ এছাড়াও চ্যাটবোটের মাধ্যমে প্রতিদিন দু’শো জনকে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে ব্লক স্বাস্থ্য দফতরের তরফে ৷
আরও পড়ুন :Dhupguri : ভ্যাকসিন নিতে প্রবল হুড়োহুড়ি, ধূপগুড়িতে পদপিষ্ট হয়ে আহত 30, আশঙ্কাজনক 4
গোসাবা ব্লক প্রশাসন সূত্রের খবর, এই ব্লকের ন‘টি দ্বীপে প্রায় 1 লক্ষ 96 হাজার ভোটারের বসবাস ৷ এর মধ্যে প্রায় 80 হাজার মানুষ ভ্যাকসিন নিয়েছেন । যাঁরা বাকি রয়েছেন, তাঁদের সিংহভাগকেই আগামী চারদিনের মধ্যে ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন করতে চাইছে জেলা প্রশাসন ৷