চম্পাহাটি, 30 অগাস্ট : চম্পাহাটির হারাল সাফুই পাড়া এলাকায় বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে আহত হল তিনজন ৷ এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। অরিন্দম সর্দার ও দুলাল নস্কর নামে ওই দু'জনকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে ।
গতকাল একটি বাড়িতে বাজি তৈরা করা হচ্ছিল ৷ সেই সময় সেখানে বিস্ফোরণ ঘটে ৷ বাড়িটির ছাদ উড়ে যায় ৷ বারুইপুর থানার পুলিশের পাশাপাশি ঘটনাস্থানে পৌঁছান বারুইপুরের SDPO। ঘটনার পর এলাকা ঘিরে তল্লাশি শুরু করে পুলিশ ৷ ঘটনাস্থান থেকে উদ্ধার হয়েছে শব্দবাজি তৈরির একাধিক সরঞ্জাম। কী কারণে বিস্ফোরণ, তা জানার চেষ্টা করছে পুলিশ।