ডায়মন্ডহারবার, 13 অগস্ট : জনসংযোগের লক্ষ্যে ‘চায় পে চর্চা’ চালু করেছিল বঙ্গ বিজেপি । এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ডহারবারে ‘চায়ের আড্ডার’ সূচনা করল তৃণমূল । ডায়মন্ডহারবার-2 নম্বর ব্লকের সরিষা অঞ্চলে বৃহস্পতিবার নারায়ণতলা ও মহিষগোট এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে চায়ের আড্ডার সূচনা করেন দলীয় পর্যবেক্ষক শামিম আহমেদ । এই চায়ের আড্ডার মাধ্যমেই স্থানীয় বাসিন্দাদের কাছে সরকারি প্রকল্পগুলি তুলে ধরা হচ্ছে ।
দলীয় সূত্রে জানা গিয়েছে, ১৬ অগস্ট থেকে পুনরায় চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প । এখনও স্বাস্থ্যসাথী ও কাস্ট সার্টিফিকেট পাওয়া বাকি রয়েছে অনেকের । এর উপর নতুন সরকারি প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা পেতে চলেছেন মহিলারা । সরকারি কর্মসূচিকে সামনে রেখে গত বেশ কয়েকদিন ধরে বাইক সওয়ারি হয়ে ডায়মন্ডহারবারের 2 নং ব্লকে সরিষা এলাকার বিভিন্ন অঞ্চলে জনগণের দুয়ারে পৌঁছে যাচ্ছেন রাজ্যের শাসকদলের নেতা-কর্মীরা ।