কলকাতা , 25 অগাস্ট : রত্না চট্টোপাধ্যায়কে নাকি 131 নম্বর ওয়ার্ডের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ গতকাল দুপুরে এই খবর শোনা যায় ৷ তারপর চাউর হয়, শোভন চট্টোপাধ্যায়কে দলে ফেরানোর প্রক্রিয়া শুরু করতেই নাকি দলের এই পদক্ষেপ ৷ আর রাতেই শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি গেলেন BJP-র কেন্দ্রীয় সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, শোভনের পুরোনো দলে ফেরার সম্ভাবনা দেখা দিতেই তড়িঘড়ি তাঁর বাড়ি যান মেনন ৷ তবে তৃণমূল বা BJP দুই দলের কেউই এই নিয়ে কিছু জানায়নি ৷
গতকাল রাত 9 টা 18 মিনিট নাগাদ শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়িতে যান অরবিন্দ মেনন ৷ প্রায় আড়াই ঘণ্টা ধরে দুজনের মধ্যে বৈঠক হয় ৷ সাড়ে 11টা নাগাদ মেনন শোভনবাবুর বাড়ি থেকে বেরিয়ে যান ৷ সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায়কে দিল্লিতে আমন্ত্রণ জানান মেনন ৷ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা নাকি নিজে শোভনবাবুর সঙ্গে বসতে চান ৷ তাঁর কাছে সেই বার্তা পৌঁছে দেন মেনন ৷
রাজ্য BJP সূত্রে খবর, এর আগে BJP-র কেন্দ্রীয় নেতৃত্বকে শোভন চট্টোপাধ্যায় একটি 13 পাতার চিঠি দিয়েছিলেন । সেই চিঠিতে শোভন জানান, তিনি BJP-তে আর ফিরবেন না ৷ নতুন দলে যোগ দেওয়ার পর তাঁকে কী কী সমস্যায় পড়তে হয়েছে, তা তুলে ধরেন চিঠিতে ৷ তবে রাজ্য নেতৃত্ব তাঁর সঙ্গে সব রকম সহযোগিতা করেছে বা তাঁকে বিভিন্ন কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে, সেকথাও উল্লেখ করেন ৷ রাজ্য BJP-র অন্দরমহল সূত্রে খবর, এই চিঠি পাওয়ার পরই শোভনের 'মান ভাঙাতে' গতকাল তাঁর বাড়ি যান মেনন ৷ সেই সঙ্গে জে পি নাড্ডার আলোচনায় বসার আমন্ত্রণও জানান ৷