পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তালা ভেঙে পার্টি অফিস 'পুনরুদ্ধার' BJP-র - tmc party

লোকসভা ভোটে রানিয়া পঞ্চায়েতে লিড পেয়েছে BJP । তালা ভেঙে পার্টি অফিস পুনরুদ্ধার করল BJP ।

তালা ভেঙে পার্টি অফিস পুনরুদ্ধার করল BJP

By

Published : Jun 18, 2019, 11:57 PM IST

Updated : Jun 19, 2019, 12:07 AM IST

সাতগাছিয়া, 18 জুন : তালা ভেঙে পার্টি অফিস পুনরুদ্ধার করল BJP । দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ার রানিয়ার ঘটনা । সকালে BJP-র স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে তৃণমূলের পতাকা, ব্যানার ও অভিষেক ব্যানার্জির ছবি সরিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহের ছবি, ব্যানার ও পতাকা লাগানো হয় ।

লোকসভা ভোটে রানিয়া পঞ্চায়েতে লিড পেয়েছে BJP । স্থানীয় BJP কর্মী বিনোদ মণ্ডল বলেন, প্রায় 500 ভোটে এগিয়ে BJP । মোট 11 টি বুথে 8 টিতেই লিড BJP-র । ওই পার্টি অফিস BJP-র ছিল । পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল জোর করে দখল নেয় । আজ সেই অফিস পুনরুদ্ধার করা হয় ।

দেখুন ভিডিয়ো

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব BJP-র এই দাবি অস্বীকার করেছে । তাদের অভিযোগ, BJP-ই তাদের পার্টি অফিস জোর করে দখল করেছে ।

Last Updated : Jun 19, 2019, 12:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details