মন্দিরবাজার (দক্ষিণ 24 পরগনা), 7 মে: রেশনে দুর্নীতির অভিযোগে লকডাউনের মাঝেই মন্দিরবাজারে পথে নেমে বিক্ষোভ দেখালেন BJP-র মহিলা মোর্চার সদস্যরা। মহিলা মোর্চার নেত্রী তনুজা পাইকের নেতৃত্বে রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হয়।
দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের ঘাটেশ্বরাতে রেশন দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখায় মহিলা মোর্চা । তনুজা পাইক দলের প্রায় 50 জন কর্মীকে সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখান। তবে লকডাইনের নিয়ম মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে এই বিক্ষোভ করা হয়েছে বলে দাবি করেছে তারা । মুখে মাস্ক পরে, হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানো হয় ।