বারুইপুর, 14 নভেম্বর : পেট্রল, ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর দাবিতে বিজেপির মিছিল ৷ গেরুয়া শিবিরের কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বাধল দক্ষিণ 24 পরগনার বারুইপুরে ৷ পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করায় তাদের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির নেতা, কর্মীরা ৷ পরে রাস্তায় বসেই বিক্ষোভ দেখান তাঁরা ৷ কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷
আরও পড়ুন :Dilip Ghosh : প্রধানমন্ত্রী যা বলেন, করে দেখান, আর দিদিমণি শুধু ঢপ দেন : দিলীপ ঘোষ
রবিবার সকালে বারুইপুরের ফুলতলার দলীয় কার্যালয় থেকে মিছিল করার কথা ছিল বিজেপির ৷ সেই অনুযায়ী সুকান্ত মজুমদারের নেতৃত্বে কর্মসূচি শুরু হয় ৷ পা মেলান বিজেপি কর্মী ও সমর্থকরাও ৷ তবে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ ৷ তাই মিছিলে বাধা দিতে একের পর এক ব্যারিকেড তৈরি করে তারা ৷ বারুইপুর উড়ালপুলের কাছে মিছিল আটকে দেওয়া হয় ৷ বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয় ৷ তা গড়ায় হাতাহাতি ও ধস্তাধস্তিতে ৷ এরপর সেখানেই বসে পড়েন বিজেপি কর্মী ও সমর্থকরা ৷ তবে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকায় বড় কোনও অশান্তি হয়নি ৷