বারুইপুর, 12 অগস্ট : বারুইপুর (Baruipur) পুলিশ সুপারের অফিসের বাইরে বিজেপি (BJP)-র মহিলা মোর্চার আইন অমান্যকে ঘিরে ধুন্ধুমার ৷ পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে গেলে মহিলা মোর্চার বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করে পুলিশ ৷ প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসায় মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে আইন অমান্য কর্মসূচি পালন করছে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা ৷ যেখানে প্রতিটি পুলিশ স্টেশন, পুলিশ সুপার অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিজেপির মহিলা মোর্চা ৷ সেই কর্মসূচির অংশ হিসেবে এদিন বারুইপুরের পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা ৷
এদিন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা বারুইপুর পুলিশ সুপারের অফিসের সামনে ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বলে অভিযোগ ৷ আর তার পরেই সেখানে উপস্থিত মহিলা পুলিশ বিজেপির কর্মী-সমর্থকদের বাধা দেয় ৷ এরপরই দু’তরফে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ পুলিশের তরফে বিক্ষোভকারীদের টেনে ভ্যানে তোলা হয় ৷ এ নিয়ে দক্ষিণ 24 পরগনার বিজেপির পূর্ব সাংগঠনিক জেলার সভাপতি সুনীপ দাস অভিযোগ করেছেন, বিজেপির মহিলা মোর্চার শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে ৷ জোর করে আন্দোলনকারী মহিলাদের ভ্যানে তোলা হয় বলে অভিযোগ করেছেন তিনি ৷