ডায়মন্ড হারবার (দক্ষিণ 24 পরগনা), 3 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির (BJP) দুই নেতা সজল ঘোষ ও অগ্নিমিত্রা পাল ৷ একদিকে সজল ঘোষের মুখে ‘বদল নয়, বদলা’র স্লোগান শোনা গেল ৷ অন্যদিকে অগ্নিমিত্রা পাল আবার ‘প্রতিশোধ’এর কথা বললেন ৷ যা নিয়ে স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক ৷
শনিবার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের (Diamond Harbour) লাইট হাউজের মাঠে বিজেপির সভা হয় ৷ যে সভার মূল বক্তা ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এছাড়াও ছিলেন বিজেপির একাধিক নেতা, বিধায়ক, জনপ্রতিনিধি৷ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ সেখানে সভা করবেন শুভেন্দু অধিকারী ৷ বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই দক্ষিণ 24 পরগনার এই অঞ্চলে রাজনৈতিক উত্তাপ বাড়ছিল ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল তাদের কর্মীদের সভায় আসতে বাধা দিয়েছে ৷
ফলে সভার শুরু থেকেই বিজেপির নেতারা আক্রমণাত্মক মেজাজে ছিলেন ৷ প্রত্যেকেই কড়া ভাষায় সমালোচনা করেন তৃণমূলের ৷ আর তা করতে গিয়েই বিতর্কিত মন্তব্য করে বসেন কলকাতা পৌরনিগমের কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষ ৷ তিনি বলেন, ‘‘প্রতিজ্ঞা করতে এসেছি, যারা আমাদের মারল, যারা গাড়ি পোড়াল৷ আমরা এর বদল নয়, বদলা নেব ৷’’
এখানেই না থেমে তাঁর সংযোজন, ‘‘একেকটা কর্মীর বদলা আমরা নেব ৷ পঞ্চায়েতে নেব ৷ লোকসভায় নেব ৷ বিধানসভা পর্যন্ত দলটাই থাকবে না ৷’’ তিনি সিপিএমের উদাহরণ টানেন ৷ সিপিএমও একসময় তৃণমূলকে আটকাতে রাস্তা কেটে, পথ অবরোধ করে আন্দোলন করত ৷ কিন্তু শেষ পর্যন্ত যে সিপিএমের হার হয়েছে, সেটাও তিনি মনে করিয়ে দেন ৷