পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Money Fraud Case: আর্থিক প্রতারণার দায়ে 10 দিনের পুলিশি হেফাজতে সাগরের বিজেপি নেতা - Money Fraud Case

আর্থিক প্রতারণার অভিযোগে দক্ষিণ 24 পরগনার সাগরের বিজেপির 4 নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি রাজু মণ্ডলকে রবিবার গ্রেফতার করে পুলিশ ৷ সোমবার বিচারক অভিযুক্তকে 10দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

Etv Bharat
পুলিশ হেফাজতে সাগরের বিজেপি নেতা

By

Published : Apr 10, 2023, 10:33 PM IST

সাগর, 10 এপ্রিল: এক সপ্তাহের মধ্যে দুই বিজেপি নেতা শ্রীঘরে ৷ আর্থিক প্রতারণার অভিযোগে বিজেপি নেতা অলোক পাত্রের পর রবিবার গ্রেফতার হন দক্ষিণ 24 পরগনার সাগরের 4 নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি রাজু মণ্ডল ৷ সোমবার তাঁকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় আবারও অস্বস্তির মুখে বঙ্গ বিজেপি তথা মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির কার্যকর্তারা । আর্থিক প্রতারণার অভিযোগে 3 এপ্রিল গ্রেফতার হয়েছিলেন অলোক পাত্র । রবিবার গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ রাজুকে গ্রেফতার করে । রাজুর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি বিভিন্ন কোম্পানির বাইক বিক্রির নাম করে ক্রেতাদের থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন । পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি দিতেন প্রতারিতদের । বেশ কয়েকজন প্রতারিত থানায় অভিযোগ দায়ের করেন । এরপর পুলিশ খোঁজ শুরু করলে স্থানীয় নারায়ণী আবাদের বাসিন্দা রাজু কয়েক মাস এলাকা ছাড়া থাকেন বলে অভিযোগ ৷ এরপর রবিবার রাজুকে গ্রেফতার পুলিশ ৷ সোমবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হলে অভিযুক্তের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ।

যদিও পঞ্চায়েত নির্বাচনের মুখে দুই নেতার গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব । বিজেপি নেতা গ্রেফতার প্রসঙ্গে, সিপিএম নেতা অশোক কুমার দাস বলেন, "তৃণমূলে থাকার সময় শুভেন্দু অধিকারী বিজেপিকে কটাক্ষ করে বলেছিল, ভারতীয় জনতা পার্টি নয়, এটি ভারতীয় জঞ্জাল পার্টি ৷ আজকের এই ঘটনায় সেই কথাটি যেন সার্থক হয়েছে ৷ রাজু মণ্ডলের মতো লোক ভারতীয় জনতা পার্টিতে জঞ্জাল । আমরা কোনওদিন রাজু মণ্ডলকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবতাম না ৷ রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার জন্য ন্যূনতম যেটুকু যোগ্যতা থাকা দরকার, তাও ছিল না রাজুর । আগামী দিনে রাজু মণ্ডলের মতো অনেকেই গ্রেফতার হবেন ৷ এখন শুধু সময়ের অপেক্ষা ।"

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির তদন্তের গতি বৃদ্ধিতে সাত অফিসারের স্পেশাল টাস্ক ফোর্স সিবিআইয়ের

এই পরিস্থিতিতে বিজেপিকে আক্রমণ করেছেন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল ৷ তিনি অভিযোগ করে বলেন, "দিনের পর দিন রাজু মণ্ডলের মতো লোক বিজেপির নাম ভাঙিয়ে এলাকায় সমাজবিরোধী কাজ করে চলেছে । মানুষের কাছে বাইক দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে । এর আগেও বেশ কয়েকবার এই ব্যক্তির নামে থানাতে অভিযোগ দায়ের হয়েছিল । অভিযুক্ত নিজের রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে এলাকায় মানুষকে ভয় দেখাতো এবং এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করত । আইনের উপর আমাদের পূর্ণ ভরসা রয়েছে ৷ আইন আইনের পথে চলবে ৷ আইনের চোখে দল মত নির্বিশেষে দোষীদের একটাই ঠিকানা হওয়া উচিত শ্রীঘর ।"

ABOUT THE AUTHOR

...view details