পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রচারের সময় BJP প্রার্থীকে হেনস্থা, কর্মীদের মারধর; অভিযুক্ত তৃণমূল - loksabha election

ভোট প্রচারের সময় BJP প্রার্থীকে হেনস্থা ও কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

BJP প্রার্থীকে হেনস্থা

By

Published : Apr 15, 2019, 4:01 AM IST

পাথরপ্রতিমা (দক্ষিণ 24 পরগনা), 15 এপ্রিল: মথুরাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শ্যামাপ্রসাদ হালদারকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। BJP জেলা সভাপতি অভিজিৎ দাসসহ আরও কয়েকজন কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। দক্ষিণ 24 পরগনার গোবর্ধনপুর কোস্টাল থানার সর্দার মোড় এলাকার ঘটনা।

গতকাল মথুরাপুর লোকসভা কেন্দ্রের পাথরপ্রতিমা ব্লকের জি প্লটে কর্মিসভা করতে যাচ্ছিলেন শ্যামাপ্রসাদ হালদার, অভিজিৎ দাস এবং বেশ কয়েকজন BJP কর্মী। BJP জেলা সভাপতি বলেন, প্রাথী ও কর্মীদের নিয়ে যাচ্ছিলেন জি প্লটে। তখনই সর্দার মোড় এলাকায় তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি নুরউদ্দিন শেখ দলের কর্মীদের সঙ্গে নিয়ে হামলা চালায়। দলের প্রার্থীর কলার ধরে হেনস্থা করা হয়। পুলিশ বাধা দিতে গেলে তাদেরও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। অভিজিতবাবু আরও বলেন, যে ইঞ্জিন ভ্যানে করে BJP কর্মীরা জি প্লটে যাচ্ছিলেন সেই ভ্যানচালককেও হুমকি দেওয়া হয়। পরে গোবর্ধনপুর কোস্টাল থানা থেকে আরও পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তৃণমূলের হামলায় দলের 2 কর্মী আহত হয়েছেন বলে BJP-র বক্তব্য। BJP-র জেলা সভাপতি বলেন, পঞ্চায়েত ভোটে এই সমস্ত এলাকায় বিরোধীদের ঘরছাড়া করে রাখা হয়েছিল। তাই রাজ্য পুলিশে তাঁদের আস্থা নেই। এই এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছেন।

BJP প্রার্থী ও কর্মীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গোটা ঘটনা খতিয়ে দেখছে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details