পাথরপ্রতিমা (দক্ষিণ 24 পরগনা), 15 এপ্রিল: মথুরাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী শ্যামাপ্রসাদ হালদারকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। BJP জেলা সভাপতি অভিজিৎ দাসসহ আরও কয়েকজন কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। দক্ষিণ 24 পরগনার গোবর্ধনপুর কোস্টাল থানার সর্দার মোড় এলাকার ঘটনা।
গতকাল মথুরাপুর লোকসভা কেন্দ্রের পাথরপ্রতিমা ব্লকের জি প্লটে কর্মিসভা করতে যাচ্ছিলেন শ্যামাপ্রসাদ হালদার, অভিজিৎ দাস এবং বেশ কয়েকজন BJP কর্মী। BJP জেলা সভাপতি বলেন, প্রাথী ও কর্মীদের নিয়ে যাচ্ছিলেন জি প্লটে। তখনই সর্দার মোড় এলাকায় তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি নুরউদ্দিন শেখ দলের কর্মীদের সঙ্গে নিয়ে হামলা চালায়। দলের প্রার্থীর কলার ধরে হেনস্থা করা হয়। পুলিশ বাধা দিতে গেলে তাদেরও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। অভিজিতবাবু আরও বলেন, যে ইঞ্জিন ভ্যানে করে BJP কর্মীরা জি প্লটে যাচ্ছিলেন সেই ভ্যানচালককেও হুমকি দেওয়া হয়। পরে গোবর্ধনপুর কোস্টাল থানা থেকে আরও পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।