পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"নামখানার সেতু উদ্বোধন করে নির্লজ্জতার পরিচয় দিল রাজ্য"

"নামখানার সেতু উদ্বোধন করে নির্লজ্জতার পরিচয় দিল রাজ্য।"হাতানিয়া দোয়ানিয়া সেতু উদ্বোধন নিয়ে রাজ্য সরকারকে এই ভাষাতে আক্রমণ করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা BJP-র সভাপতি অভিজিৎ দাস।

সেতুর উদ্বোধন

By

Published : Mar 8, 2019, 3:31 PM IST

নামখানা, ৮ মার্চ : " কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে তৈরি নামখানার হাতানিয়া দোয়ানিয়া সেতু। কেন্দ্রের কোনও নেতা ছাড়া এই সেতু উদ্বোধন করে রাজ্য সরকার নির্লজ্জতার পরিচয় দিল।" হাতানিয়া দোয়ানিয়া সেতু উদ্বোধন নিয়ে রাজ্য সরকারকে এই ভাষাতে আক্রমণ করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা BJP-র সভাপতি অভিজিৎ দাস।

গতকাল মুখ্যমন্ত্রী সুন্দরবনে হাতানিয়া দোয়ানিয়ার সেতু উদ্বোধন করেন। নবান্ন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেতুর উদ্বোধন করেন তিনি। আর নামখানাতে আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে সেতুর উদ্বোধন করেন রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পূর্ত ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা, সংখ্যালঘু সেলের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, সুন্দরবন ডেভলপমেন্ট বোর্ড অথরিটির চেয়ারম্যান বঙ্কিম হাজরা, ভাইস চেয়ারম্যান সমীর কুমার জানা, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার প্রমুখ।

জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও রাজ্য সরকার যৌথ উদ্যোগে দ্বিতীয় হুগলি সেতুর আদলে এই সেতু তৈরি করে। এই সেতুর ফলের মানুষ গাড়ি চড়ে সরাসরি যেতে পারবে বকখালি ফ্রেজারগঞ্জ হেনরি আইল্যান্ড সহ একাধিক দ্বীপে। এই সেতু প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলার BJP নেতা সুফল ঘাটু বলেন, " কেন্দ্র ও রাজ্যের যৌথ পরিকল্পনাকে রাজ্যের নামে চালিয়ে লোকসভা নির্বাচনে ফায়দা নেওয়ার চেষ্টা করল তৃণমূল। ২০১৪ সালে নীতিন গড়করি এই কাজের সূচনা করেছিলেন। এরজন্য তিনি ২২৫ কোটি টাকা ব্যয় করেছিলেন। সেই মতো কাজ শুরু হয়। আজ তা শেষের পথে। সেতুটি যৌথ উদ্বোধন করার কথা থাকলেও নবান্ন থেকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সেটি উদ্বোধন করেন। পাশাপাশি নামখানায় একগুচ্ছ মন্ত্রী পাঠিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করান। কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি পরিকল্পনা রাজ্য সরকার নিজের নামে চালাচ্ছে। সাধারণ মানুষ এগুলি দেখছে। ভোটে রাজ্য সরকার এর জবাব পাবে।"

জেলা BJP-র সভাপতি আরও বলেন " নীতিন গড়করির এই সেতুটি উদ্বোধনের কথা ছিল। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ রিপোর্ট দেয় এখানে কিছু টেকনিকাল সমস্যা আছে যার জন্য এই সেতুর উদ্বোধন পিছিয়ে দেওয়া হয়। সেতুটি এখনও ভারী যানবাহন বহন করার জন্য সক্ষম নয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে তড়িঘড়ি সেতুটির উদ্বোধন করে নির্লজ্জতার পরিচয় দিল রাজ্য সরকার।"

যদিও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "রাজ্য সরকারের PWD দপ্তরের পক্ষ থেকে এই সেতু করা হয়েছে। তাই উদ্বোধন করা হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details