ভাঙড়, 17 জানুয়ারি: জিয়ন কাঠি দিয়ে বিজেপিকে বাঁচিয়ে রেখেছে তৃণমূল ৷ ভাঙড়ের জনসভায় মন্তব্য সিপিআই (এম) নেতা সুজন চক্রবর্তীর । তাঁর মেত বিজেপি হল তৃণমূলের প্রাক্তনীদের কমিটি ৷
আজ ডিওয়াইএফআই-এর সমাবেশ ছিল ভাঙড়ে । সভাতে ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর ও পূর্ব পাঁশকুড়ার বিধায়ক ইব্রাহিম আলী-সহ বাম নেতৃত্ব । সভায় বক্তব্য রাখতে গিয়ে সুজন চক্রবর্তী একাধিক ইশুতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন । তোলেন সারদা, নারদা প্রসঙ্গ ৷ দাবি করেন, বাংলায় জিয়ন কাঠি দিয়ে বিজেপিকে বাঁচিয়ে রেখেছে তৃণমূল । বলেন, তৃণমূলকে শেষ করতে মোদি বা শাহ-র দরকার হবে না । সারদা ও নারদা নিয়ে সিআইডি সঠিক তদন্ত করলে তাতেই নবান্নের সব ঘর ফাঁকা হয়ে যাবে ৷ ভাঙড় থেকে আব্বাস সিদ্দিকীর নতুন দলের সঙ্গে জোট গড়ার বার্তাও দিলেন সজুন ।
সুজন চক্রবর্তী বলেন, "এবারের নির্বাচনে বাজিমাত করবে বামেরা । কোনও দল এককভাবে জিততে পারবে না বলেই সবাই বামেদের ডাকছে । একুশের নির্বাচনে আসল ঘোড়া বামেরা ।"