পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mathurapur Clash: চলছে দলীয় বৈঠক, সব ভুলে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ালেন বিজেপি কর্মীরা - Mathurapur Clash

13 সেপ্টেম্বর নবান্ন অভিযান ৷ তার আগেই প্রকাশ্যে বিজেপির দলীয় কোন্দল (BJP inner clash in Mathurapur) ৷ রবিবার দলীয় বৈঠক চলাকালীন নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ালেন বিজেপি কর্মীরা ।

BJP Inner Clash
মুথারাপুরে প্রকাশ্যে পদ্ম শিবিরের গোষ্ঠীকোন্দল

By

Published : Sep 5, 2022, 10:09 AM IST

Updated : Sep 5, 2022, 11:43 AM IST

কুলপি, 5 সেপ্টেম্বর: প্রকাশ্যে চলে এলো বিজেপির গোষ্ঠী কোন্দল (BJP Inner Clash)। বৈঠক চলাকালীন দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় কুলপি থানার পুলিশ ৷ বৈঠক চলাকালীন বিজেপি কর্মী সমর্থকরা একে অপরের দিকে চেয়ার ছুড়তে থাকে ।

পরিস্থিতি মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে যায়। মারধরের ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন । তার মধ্যে বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃত্তিবাস সরদারও আছেন বলে জানা গিয়েছে।

কুলপিতে বিজেপির গোষ্ঠী কোন্দল

আরও পড়ুন: অভিষেকের সঙ্গে ‘ঠান্ডা লড়াই’ দলীয় কোন্দল সামলাতে পারদর্শী মমতার কাছে কতটা কঠিন ?

ঘটনার কথা স্বীকার করে মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি প্রদ্যুৎ বৈদ্য বলেন, ‘‘ নির্ধারিত সময় মেনেই বৈঠকে পৌঁছয় সমস্ত দলীয় কর্মীরা ৷ সেই সময় আমি দেখি তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী পার্টি অফিস ঘিরে রয়েছে। আমি তাদেরকে চলে যাওয়ার কথা বললে কৃত্তিবাস সরদার দলবল নিয়ে বৈঠক বানচাল করতে উদ্যোগই হয়। পরিস্থিতি বেগতিক বুঝে আমরা বৈঠক বন্ধ করে দিয়েছি। ‘‘ এই ধরনের গোলমালের জেরে জেলা বিজেপি অস্বস্তিতে পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ ।

Last Updated : Sep 5, 2022, 11:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details