ডায়মন্ডহারবার, 26 জুলাই:এবার ডায়মন্ডহারবারে নিজের লোকসভা কেন্দ্রেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বিভিন্ন থানাতে অভিযোগ দায়ের করল বিজেপি । একুশে জুলাই শহিদ সমাবেশের মঞ্চ থেকে আগামী 5 অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের নিদান দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ এরপরেই ময়দানে নেমে পড়ে গেরুয়া শিবির ৷ প্রতিবাদে বিভিন্ন থানার এফআইআর করছে তারা ৷ অভিযোগকারীদের বক্তব্য, অভিষেক যা বলেছেন, তা আইন বিরোধী । আর তাঁর ভুল বার্তা নীচুতলার কর্মীদের মধ্যে পৌঁছবে । এতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে ।
তবে এ দিন অভিযোগ উঠেছে, বিজেপি কর্মী সমর্থকদের বিভিন্ন থানাতে গেলে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সংসদের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করেন পুলিশ আধিকারিকেরা ৷ এরপর বাধ্য হয়ে তাঁরা ইমেলের মাধ্যমে নিজেদের অভিযোগ জানান বিভিন্ন থানাগুলিতে । বিজেপি নেতা বিধান পাড়ুই বলেন, "ডায়মন্ডহারবারে বিভিন্ন থানাতে বিজেপি নেতা নেতৃত্বরা গিয়েছিল অভিযোগ জানাতে ৷ কিন্তু তাঁদের অভিযোগ নেওয়া হয়নি । ভাইপোর ভয়ে অভিযোগ নিচ্ছে না কোনও থানা । এরপর আমরা ইমেলের মাধ্যমে অভিযোগ জানাই থানাগুলিতে ।" তিনি আরও বলেন, "আমরা মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় অসাংবিধানিক কথাবার্তা বলেছেন । সাংসদ পদে শপথ নেওয়ার সময় সাধারণ মানুষের প্রতি যে আস্থার কথা তিনি বলেছিলেন, সেটি রক্ষা করতে পারছে না ।"
আরও পড়ুন:বাড়ি ঘেরাওয়ের প্রতিবাদে অভিষেকের নামে থানায় অভিযোগ বিজেপি নেতার