সাগর, 4 জুলাই: 8 জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভোট ময়দানে নেমে পড়েছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করছেন শাসক-বিরোধী দলের নেতারা। এবার ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়লেন বিজেপি তিন প্রার্থী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের বামুন খালির 26 নম্বর বুথে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের বামুন খালি 26 নম্বর বুথে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপির তিন প্রার্থী ভোটের প্রচারে যান। গ্রাম পঞ্চায়েতের প্রার্থী রিয়া দাস বর, পঞ্চায়েত সমিতির প্রার্থী রঞ্জিত হাজরা ও জেলা পরিষদের প্রার্থী কাকলি প্রামানিক ভুঁইয়া প্রচারে যান।
বিজেপির এই তিন প্রার্থী এলাকায় ভোটের প্রচারে গেলে স্থানীয়রা তাঁদের গ্রামে ঢুকতে বাধা দেন। গ্রামবাসীদের দাবি, ভোট আসে ভোট যায় ৷ ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভোট পাখি হয়ে এলাকায় আসে। ভোট মিটে গেলে এলাকায় আর তাঁদের দেখা যায় না। দীর্ঘদিন ধরে এলাকায় বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা।