পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Candidate Died: পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থীর মৃত্যু, শুরু রাজনৈতিক তরজা - বিষ্ণুপুরে বিজেপি প্রার্থীর মৃত্যু

শুক্রবার মৃত্যু হয় বিষ্ণুপুর থানার দড়িকাওয়াডাঙা গ্রাম পঞ্চায়েতের 209 নং বুথের বিজেপি প্রার্থী ভোলানাথ মণ্ডলের ৷ এদিন তাঁকে অসুস্থ অবস্থায় ডায়মন্ড হারবার হাসপাতালে ভরতি করা হয়, সেখানেই তিনি প্রাণ হারান ৷

ETV Bharat
মৃত বিজেপি প্রার্থী

By

Published : Jul 14, 2023, 10:53 PM IST

ডায়মন্ড হারবার, 14 জুলাই:শুক্রবার বিকেলে দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হল এক বিজেপি প্রার্থীর । মৃত বিজেপি প্রার্থীর নাম ভোলানাথ মণ্ডল (45)। তাঁর মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসে বিজেপি নেতৃত্ব । মৃত ভোলানাথ মণ্ডল এবারের পঞ্চায়েত নির্বাচনে বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী ছিলেন ৷

বিষ্ণুপুর থানার দড়িকাওয়াডাঙা গ্রাম পঞ্চায়েতের 209 নং বুথের বিজেপি প্রার্থী ছিলেন তিনি । ভোলানাথের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে তাঁর পরিবার । মর্মাহত বিজেপি কর্মী-সমর্থকরাও । নিহত বিজেপি প্রার্থীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দড়িকাওয়াডাঙ্গা গ্রামের 209 নং বুথে বিজেপি প্রার্থী ছিলেন ভোলানাথ মণ্ডল । ভোট পর্ব চলাকালীন তাঁর ওপর একাধিকবার হামলা চালানো হয় বলে অভিযোগ । অভিযোগের তির, শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ৷ বেশ কিছুদিন এলাকা ছাড়াও ছিলেন তিনি বলে মৃতের পরিবার জানিয়েছে ৷

শুক্রবার ভোরবেলা অসুস্থ অবস্থায় ডায়মন্ড হারবার হাসপাতালে তাঁকে ভরতি করেন পরিবারের লোকজন । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মৃত্যু হয় ওই বিজেপি প্রার্থী ভোলানাথ মণ্ডলের । তাঁর মৃত্যুর ঘটনায় শাসক দলকে দায়ি করেছে বিজেপি । অন্যদিকে, বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

আরও পড়ুন: নন্দীগ্রামে আহত তৃণমূল কর্মীদের দেখতে এসএসকেএমে অভিষেক

ভোলানাথের মৃত্যুর খবর পাওয়ার পর এদিন হাসপাতালে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির ডায়মন্ড হারবার বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ সভাপতি দীপক হালদার । হাসপাতালে যান বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সর্দারও । তবে এই ঘটনায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক হিংসার অভিযোগ আনলেও, ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা জানা যায়নি ৷ তৃণমূলের দাবি, যেকোনও মৃত্যু দুঃখের ৷ তবে এই মৃত্যুর ঘটনায় রাজনীতি টেনে আনা ঠিক না ৷ এই অভিযোগ মিথ্যা ৷

ABOUT THE AUTHOR

...view details