পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোনারপুরে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল - south 24 paraganas

সোনারপুরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠল তৃণমূলের কর্মীদের মারধর করার ৷ এলাকায় বোমাবাজির অভিযোগও উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ৷ অশান্তি চরমে গেলে গ্রামবাসীরা রুখে দাঁড়ান ৷ তাতে পিছু হটেন বিজেপি কর্মীরা ৷ বাড়ি ছেড়ে পালান ৷ স্থানীয়রাই বিজেপি নেতাদের বাড়িতে তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করেন ৷ এলাকায় আতঙ্ক রয়েছে ৷ মোতায়েন আছে পুলিশ ৷

সোনারপুরে আক্রান্ত তৃণমূল কর্মী ৷
সোনারপুরে আক্রান্ত তৃণমূল কর্মী ৷

By

Published : May 3, 2021, 7:05 PM IST

সোনারপুর, 3 মে: রাজ্যজুড়ে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উঠছে বিজেপি কর্মী-সমর্থকদের উপর আক্রমণ চালানোর ৷ উল্টোটা ঘটল সোনারপুরে ৷ এখানে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে । শুধু তাই নয়, এলাকায় বোমাবাজির অভিযোগও উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ৷ ঘটনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী ৷ এলাকায় মোতায়েন আছে পুলিশ ৷

পোলঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তরচক জগদ্দলের রংপাড়ায় তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় বিজেপির লোকজন ৷ অভিযোগ, বিজেপির লোকজন তৃণমূল কর্মীদের মারধর করেন ৷ মেরে তাঁদের মাথা ফাটিয়ে দেওয়া হয় ৷ ঘটনার পর গ্রামবাসীরা রুখে দাঁড়ালে বাড়ি ছেড়ে পালিয়ে যান বিজেপি নেতা ও কর্মীরা । স্থানীয়রাই তল্লাশি চালিয়ে বিজেপি নেতাদের বাড়ি থেকে বোমা উদ্ধার করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ । বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ৷ বম্ব স্কোয়াড এসে বোমগুলি উদ্ধার করবে ৷ এলাকাবাসীর আতঙ্ক কাটাতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ । দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন আক্রান্তরা । স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তুলছেন ।

সরঞ্জিৎ মাকাল নামে এক তৃণমূল সমর্থক জানান, ভোটে জয়লাভের পর তাঁরা এলাকায় আবির নিয়ে, বক্স বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন ৷ সেই সময়ই বিজেপির কিছু লোকজন এসে তাঁদের উপর আক্রমণ করে ৷ তাঁকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় ৷ তারপর বেধড়ক মারধর করা হয় ৷ বাঁশ দিয়েও মারা হয় তাঁকে ৷ কোনও মতে তিনি পালিয়ে আসেন ৷ এই ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় ৷ এলাকাবাসী পুলিশি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ৷

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে অশান্তির বাতাবরণ ৷ কোথাও তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছে বিজেপি ৷ আবার কোথাও বিজেপিj হাতে আক্রান্ত হচ্ছে শাসকদল ৷ গতকাল রাত থেকেই জায়গায় জায়গায় চলেছে বোমাবাজি, অগ্নিসংযোগ, ভাঙচুর তো আছেই, পিটিয়ে খুনের ঘটনাও ঘটেছে ৷

আরও পড়ুন: বুদবুদে তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ, বাড়িতে আগুন ; অভিযুক্ত বিজেপি

ABOUT THE AUTHOR

...view details