নামখানা, 18 জুলাই: পঞ্চায়েত নির্বাচন মিটেছে ৷ আর তার পর থেকেই ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ উঠেছে শাসক শিবিরের বিরুদ্ধে ৷ এবার খোদ আক্রান্ত হলেন শাসক শিবিরের এক কর্মী ৷ তবে, হামলা হয়নি তাঁর উপর ৷ অভিযোগ নির্বাচনে তৃণমূলের এজেন্ট হওয়া তরুণ জানার বাড়ির সামনে ফুলের মালা, সাদা থান ও মিষ্টি রেখে গিয়েছে কেউ বা কারা ৷ দক্ষিণ 24 পরগনার নামখানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 257 নম্বর বুথের ঘটনাটি এটি ৷ জয়ী তৃণমূল প্রার্থী চম্পা বৈরাগীর নির্বাচনী এজেন্ট হয়েছিলেন বলে বিজেপি এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তরুণ জানার ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
তরুণ জানা অভিযোগ করেছেন, সোমবার তাঁর বাড়ির সামনে কেউ বা কারা একটি সাদা থান, মালা ও মিষ্টি রেখে দিয়ে চলে যায় ৷ ঘটনাটি নজরে আসার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছে তাঁর পরিবার ৷ তরুণ জানা বলেন, ‘‘আমি পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থীর এজেন্ট হয়েছিলাম বলেই, আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হচ্ছে ৷ আমাকে ভয় দেখানো হচ্ছে ৷’’ আর জয়ী তৃণমূল প্রার্থী চম্পা বৈরাগীর দাবি, ‘‘নির্বাচনে হেরে যাওয়ার পর এলাকা অশান্ত করতে পায়ে-পা তুলে ঝামেলা করতে আসছে বিজেপি ৷ আমারই এজেন্টকে ভয় দেখানো হচ্ছে ৷ পুলিশকে জানানো হয়েছে ৷ খুব তাড়াতাড়ি অভিযুক্তরা ধরা পড়বে ৷’’