বিষ্ণুপুর, 7 সেপ্টেম্বর : দিন-দুপুরে বাড়ির ভেতরে ঢুকে বিষ্ণুপুরে BJP-র মহিলা মোর্চার কর্মীকে গুলি দুষ্কৃতীদের ৷ ঘটনায় গুরুতর জখম হন বিষ্ণুপুরে BJP-র মহিলা মোর্চার কর্মী রাধারানি নস্কর ৷ গুলির শব্দে শুনে পাড়া-প্রতিবেশীরা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন রাধারানি ৷ তাঁঁকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসীরা ৷ সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় SSKM হাসপাতালে ৷ বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর ৷
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ ৷ রাধারানি নস্কর বিষ্ণুপুরের কুলেরদাঁড়ি গ্রামপঞ্চায়েতের 102 নম্বর বুথের BJP-র সহ-সভাপতি ৷ এবং তাঁর স্বামী অরুণ নস্কর ওই একই বুথের সভাপতি ৷ BJP-র মহিলা মোর্চার কর্মীর বাড়িতে এইভাবে ঢুকে গুলি করার পেছনে শাষকদলের হাত রয়েছে বলে দাবি করেছেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷
তখন ঘড়িতে সকাল 11টা ৷ বাড়ির কিছু কাজের জন্য বেরিয়েছিলেন অরুণ নস্কর ৷ বাড়িতে ছিলেন রাধারানি ও তাঁদের ছয় বছরের একমাত্র ছেলে ৷ এমন সময় একদল ব্যক্তি বাড়িতে চড়াও হয় ৷ বাড়ির দরজায় কড়া নাড়তেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন রাধারানি ৷ তখনই তাঁর কাছে অরুণ বাড়িতে আছে কি না জানতে চাওয়া হয় ৷ রাধারানি কিছু বলতে না চাওয়ায় দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ ৷ পালটা দুষ্কৃতীদের উদ্দেশ্যে ঝাঁটা ছুড়েন রাধারানি ৷ অভিযোগ, তখনই দুষ্কৃতীদের মধ্যে থেকে একজন আগ্নেয়াস্ত্র বের করে রাধারানিকে গুলি করে ৷ স্থানীয় সূত্রে খবর, মাথার বাঁদিকে গুলি লাগে তাঁর। এরপরই ঘটনাস্থান ছেড়ে পালায় দুষ্কৃতীরা ৷ গুলির শব্দ শুনে এলাকাবাসীরা ছুটে গিয়ে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় মাটিয়ে পড়ে রয়েছেন রাধারানি নস্কর ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মোটরবাইকে করে নিয়ে যাওয়া হয় আমতলা গ্রামীণ হাসপাতালে ৷ সেখান থেকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে ।