পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিষ্ণুপুরে মহিলা মোর্চার কর্মীকে গুলি, তৃণমূলের বিরুদ্ধে সরব BJP - লকেট চট্টোপাধ্যায়

ঘড়িতে সকাল 11টা ৷ এমন সময় একদল লোক বাড়িতে চড়াও হয় ৷ বাড়ির দরজায় কড়া নাড়তেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন রাধারানি ৷ তখনই তাঁর কাছে অরুণ বাড়িতে আছে কি না জানতে চাওয়া হয় ৷ রাধারানি কিছু বলতে না চাওয়ায় দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ ৷ আগ্নেয়াস্ত্র বের করে গুলি করা হয় তাঁকে ৷

বিষ্ণুপুর
বিষ্ণুপুর

By

Published : Sep 7, 2020, 8:16 PM IST

Updated : Sep 7, 2020, 9:38 PM IST

বিষ্ণুপুর, 7 সেপ্টেম্বর : দিন-দুপুরে বাড়ির ভেতরে ঢুকে বিষ্ণুপুরে BJP-র মহিলা মোর্চার কর্মীকে গুলি দুষ্কৃতীদের ৷ ঘটনায় গুরুতর জখম হন বিষ্ণুপুরে BJP-র মহিলা মোর্চার কর্মী রাধারানি নস্কর ৷ গুলির শব্দে শুনে পাড়া-প্রতিবেশীরা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন রাধারানি ৷ তাঁঁকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসীরা ৷ সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় SSKM হাসপাতালে ৷ বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর ৷

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ ৷ রাধারানি নস্কর বিষ্ণুপুরের কুলেরদাঁড়ি গ্রামপঞ্চায়েতের 102 নম্বর বুথের BJP-র সহ-সভাপতি ৷ এবং তাঁর স্বামী অরুণ নস্কর ওই একই বুথের সভাপতি ৷ BJP-র মহিলা মোর্চার কর্মীর বাড়িতে এইভাবে ঢুকে গুলি করার পেছনে শাষকদলের হাত রয়েছে বলে দাবি করেছেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷

তখন ঘড়িতে সকাল 11টা ৷ বাড়ির কিছু কাজের জন্য বেরিয়েছিলেন অরুণ নস্কর ৷ বাড়িতে ছিলেন রাধারানি ও তাঁদের ছয় বছরের একমাত্র ছেলে ৷ এমন সময় একদল ব্যক্তি বাড়িতে চড়াও হয় ৷ বাড়ির দরজায় কড়া নাড়তেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন রাধারানি ৷ তখনই তাঁর কাছে অরুণ বাড়িতে আছে কি না জানতে চাওয়া হয় ৷ রাধারানি কিছু বলতে না চাওয়ায় দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ ৷ পালটা দুষ্কৃতীদের উদ্দেশ্যে ঝাঁটা ছুড়েন রাধারানি ৷ অভিযোগ, তখনই দুষ্কৃতীদের মধ্যে থেকে একজন আগ্নেয়াস্ত্র বের করে রাধারানিকে গুলি করে ৷ স্থানীয় সূত্রে খবর, মাথার বাঁদিকে গুলি লাগে তাঁর। এরপরই ঘটনাস্থান ছেড়ে পালায় দুষ্কৃতীরা ৷ গুলির শব্দ শুনে এলাকাবাসীরা ছুটে গিয়ে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় মাটিয়ে পড়ে রয়েছেন রাধারানি নস্কর ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মোটরবাইকে করে নিয়ে যাওয়া হয় আমতলা গ্রামীণ হাসপাতালে ৷ সেখান থেকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে ।

আরও পড়ুন:"মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন", মমতাকে আক্রমণ লকেটের

যদিও, BJP কর্মীকে গুলির অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস মাইতি । তিনি বলেন, "‌‌এই ঘটনার সঙ্গে তৃণমূলে যোগ নেই ৷ তৃণমূল দলটার বদনাম করার জন্য এই অভিযোগ করা হয়েছে ৷" পালটা BJP-র প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাস বলেন, " BJP-র উত্থান তৃণমূল সহ্য করতে পারছে না ৷ তাই BJP-নেতা-কর্মীদের খুন করে এলাকা দখলের চেষ্টা করছে তৃণমূল ৷"

এই ঘটনার প্রতিবাদে সবর হয়েছেন BJP-র হুগলি লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ BJP-র মহিলাকর্মীর বাড়িতে ঢুকে গুলি করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ এমনটাই অভিযোগ তুলেছেন তিনি ৷ আজ টুইট করে তিনি লেখেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মহিলা মোর্চার কর্মী রাধারানি নস্করকে গুলি করেছে ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷" এই ঘটনা ঘটার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি ৷ লেখেন, "এখন রাজ্যের মহিলাদের ক্ষমাহীনভাবে খুন করা হচ্ছে ৷ নতুন করে পশ্চিমবঙ্গের মাথা নিচু হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়ার নৈতিক অধিকার হারিয়েছেন ৷"

লকেট চট্টোপাধ্যায়ের পাশাপাশি এই ঘটনার সমালোচনায় সরব BJP-র রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ৷ এই ঘটনার জন্য তিনিও তৃণমূলকেই দায়ি করেছেন ৷ তিনি আজ সন্ধেয় টুইটে লেখেন, "তৃণমূলের বর্বরোচিত হামলার শিকার BJP-র মহিলা সদস্য । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের, বিষ্ণুপুরের মহিলা মোর্চার কোষাধ্যক্ষ শ্রীমতি রাধারানি নস্করের মাথায় গুলি চালায় তৃণমূলের গুন্ডাবাহিনী । তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক । মানুষ এই নৃশংস হিংসার জবাব দেবে ।"

Last Updated : Sep 7, 2020, 9:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details