সুন্দরবন, 10 ফেব্রুয়ারি:সুন্দরবন মানেই সুন্দরী, গরান, হেতাল গাছের সারি ৷ চোখে ভেসে উঠে এই সব সার দিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য ৷ এই সব গাছে বাসা বাঁধে রঙবেরঙের দেশি-বিদেশি পাখি ৷ যা অধিকাংশর নাম অজানা পর্যটকদের কাছে ৷ এই সমস্ত নাম না-জানা অজানা পাখি আকর্ষণ ও তাদের ক্যামেরার বন্দি করতে পর্যটক এবং পশুপ্রেমীরা ছুটে যান সুন্দরবনে ৷ পাখিপ্রেমীদের মন ভরাতেই শুরু হল বার্ড ফেস্টিভ্যাল (Bird Festival)৷
এই প্রথম সুন্দরবনে শুরু হল পাখি উৎসব বা বার্ড ফেস্টিভ্যাল । পশ্চিমবঙ্গ বনবিভাগ ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের যৌথ উদ্যোগে সজনেখালিতে পাখি উৎসবের আয়োজন করা হয়েছে । দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাখিপ্রেমীরা যোগদান করেছেন (South 24 Parganas News) । সজনেখালিতে পাখি উৎসব সম্পর্কে তাঁদের প্রাথমিক ধারণা দেওয়া হয় । বন দফতর সূত্রে জানানো হয়েছে, পাখি উৎসবে যোগদানকারীরা সুন্দরবনের গভীর অরণ্যে ঘুরে পাখি দেখা ও ছবি তোলার সুযোগ পাবেন ।
পাখিপ্রেমীদের মন ভরাতেই শুরু হল বার্ড ফেস্টিভ্যাল বনাধিকারিকরা জানান, সুন্দরবনে তি’শোর বেশি প্রজাতির পাখি রয়েছে । এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের শনাক্ত করার পাশাপাশি নতুন কোনও প্রজাতির পাখি এসেছে কি না, তার খোঁজ চলবে। নথিভুক্ত করা হবে পাখি সংক্রান্ত সমস্ত তথ্য । সুন্দরবনের বিলুপ্তপ্রায় প্রজাতির পাখিদের শনাক্ত করে তাদের সংরক্ষণের পরিকল্পনা করা হবে । এই পাখি উৎসবের মধ্য দিয়ে সুন্দরবনের প্রকৃতি, পরিবেশ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হবে ।
আরও পড়ুন:নেই পাসপোর্ট-ভিসা! সুন্দরবনে বিদেশি পরিযায়ীদের ভিড়, কারা ওরা ?
এই পাখি উৎসবে উপস্থিত সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অজয়কুমার দাস বলেন, "আমাদের লক্ষ্য, সুন্দরবনের নিজস্ব বাস্তুতন্ত্র সম্পর্কে জানার পাশাপাশি বর্তমানে কী কী পাখি আছে, সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে । এই উৎসবের মাধ্যমে সুন্দরবনের অন্যান্য প্রাণীদের সম্পর্কেও ধারণামিলবে । সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের ডিরেক্টর রাজেশকুমার বলেন, "সুন্দরবনে কী কী ধরনের পাখি পাওয়া যায়, সে সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ ও তাদের সংরক্ষণই এই উৎসবের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে আগামিদিনে এখানে ইকো ট্যুরিজম চালু করে স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে ।" এই বার্ড ফেস্টিভ্যালে যোগ দিতে যেমন দেরাদুনের ওয়াইন্ড লাইফ ইউনির্ভাসিটি থেকে এসেছেন ড:রামচন্দ্র বারিক ৷ ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচিয়ে রেখে সুন্দরবনের বাস্তুতন্ত্রকে রক্ষা কারায় মূল উদ্দেশ্য তাঁদের ৷