পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় রাজনীতিতে কলঙ্কময় অধ্যায় : বিকাশ - bjp

"মোদি ও মমতা রাজনীতিটাকে খেলো করার চেষ্টা করছে। এরা দুজনে রাজনীতিটাকে পাড়ার খিস্তি খেউড়ে পরিণত করে দিয়েছে।" আজ একথা বললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

বিকাশরঞ্জন ভট্টাচার্য

By

Published : Apr 21, 2019, 12:49 PM IST

Updated : Apr 21, 2019, 1:25 PM IST

ভাঙড়( দক্ষিণ 24 পরগনা), 21 এপ্রিল : "মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় রাজনীতিতে একটা চূড়ান্ত কলঙ্কময় অধ্যায়। বাংলার সংস্কৃতি, সভ্যতা, রুচি এই সব তিনি বিসর্জন দিয়েছেন। কেন্দ্রেও মোদি একই ধরনের। এরা দু'জনেই RSS-এর স্কুলিং থেকে বড় হয়েছেন।" আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে একথা বললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

ভিডিয়োয় শুনুন বিকাশরঞ্জনের বক্তব্য

আজ সুজন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ভাঙড় থানা থেকে রোড শো শুরু করেন বিকাশবাবু। ভাঙড়ের প্রাণগঞ্জ এবং জগুলগাছি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রোড শো করেন । পাশাপাশি কাশীপুর থানা এলাকায় আজ একটি সভাও করবেন তিনি। আজ প্রচারে গিয়ে বিকাশবাবু বলেন, "মোদি ও মমতা রাজনীতিটাকে খেলো করার চেষ্টা করছেন। রাজনীতি একটা সম্মানজনক জায়গা। এখানে মানুষ আত্মত্যাগ করার জন্য আসেন। কিন্তু, এরা দু'জনে রাজনীতিটাকে পাড়ার খিস্তি খেউড়ে পরিণত করে দিয়েছে। এদের এই কালচারের বিরুদ্ধে আমাদের জেহাদ ঘোষণা করতে হবে।"

এই সংক্রান্ত আরও খবর : "কোনও বুথে যেন বিরোধী এজেন্ট বসতে না পারে"

বিকাশবাবু আরও বলেন, "যারা গুন্ডামি করছে তারা সাবধান হয়ে যাও, নাহলে বিপদ বাড়বে। কারণ তোমরাই গ্রেপ্তার হবে।" ভাঙড়ের তৃণমূল নেতা মোদ্দাসের হোসেনের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে বিকাশবাবু বলেন, "এটা ওদের সংস্কৃতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এটা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁর কর্মীদের কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ মানতে নিষেধ করেছেন। একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীকে বলছেন আপনাদের নিয়ম ভুলে গিয়ে আমার কথা শুনুন। একজন মুখ্যমন্ত্রী যখন এই রকম মন্তব্য করেন তাহলে বুঝতে হবে তিনি এবং তাঁর দলের ছেলেরা চূড়ান্ত আসামাজিক ও বেআইনি কাজ করছে। ওঁরা যত বেআইনি কাজ করবে তত আমরা ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। "

Last Updated : Apr 21, 2019, 1:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details