ভাঙড়( দক্ষিণ 24 পরগনা), 21 এপ্রিল : "মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় রাজনীতিতে একটা চূড়ান্ত কলঙ্কময় অধ্যায়। বাংলার সংস্কৃতি, সভ্যতা, রুচি এই সব তিনি বিসর্জন দিয়েছেন। কেন্দ্রেও মোদি একই ধরনের। এরা দু'জনেই RSS-এর স্কুলিং থেকে বড় হয়েছেন।" আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে একথা বললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
আজ সুজন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ভাঙড় থানা থেকে রোড শো শুরু করেন বিকাশবাবু। ভাঙড়ের প্রাণগঞ্জ এবং জগুলগাছি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রোড শো করেন । পাশাপাশি কাশীপুর থানা এলাকায় আজ একটি সভাও করবেন তিনি। আজ প্রচারে গিয়ে বিকাশবাবু বলেন, "মোদি ও মমতা রাজনীতিটাকে খেলো করার চেষ্টা করছেন। রাজনীতি একটা সম্মানজনক জায়গা। এখানে মানুষ আত্মত্যাগ করার জন্য আসেন। কিন্তু, এরা দু'জনে রাজনীতিটাকে পাড়ার খিস্তি খেউড়ে পরিণত করে দিয়েছে। এদের এই কালচারের বিরুদ্ধে আমাদের জেহাদ ঘোষণা করতে হবে।"