কলকাতা, 27 ডিসেম্বর: এরাজ্যেও শুরু হতে চলেছে 'ভারত জোড়ো যাত্রা'র কর্মসূচি (Bharat Jodo Yatra in Bengal) ৷ বুধবার গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার পর, সেখান থেকে এই যাত্রার সূচনা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Bharat Jodo Yatra from Sagar) ৷ তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য-সহ কংগ্রেসের একাধিক প্রদেশ ও কেন্দ্রীয় স্তরের নেতারা । মঙ্গলবার বিধানভবনে এই কথা ঘোষণা করার পর সাগরের উদ্দেশ্যে রওনা দেন অধীর চৌধুরী (Bharat Jodo Yatra in Bengal to begin on Wednesday)।
এদিন তিনি বলেন,"রাহুল গান্ধির নেতৃত্বে কয়েক সপ্তাহ আগে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু হয়েছিল । এখন তা 2 হাজার 800 কিমি পথ অতিক্রম করে দিল্লি পৌঁছেছে । 3 জানুয়ারি দিল্লি থেকে উত্তরপ্রদেশ, হরিয়ানার দিকে ফের যাত্রা শুরু হবে এই কর্মসূচির । তবে এই মূল যাত্রা বঙ্গে আসবে না । বরং, তারই অঙ্গ হিসাবে 28 তারিখ থেকে এরাজ্যে ভারত জোড়ো যাত্রা শুরু করছে প্রদেশ কংগ্রেস ।"
এই পদযাত্রায় 3 জানুয়ারি পর্যন্ত অধীর চৌধুরী (Adhir Chowdhury) উপস্থিত থাকবেন । এছাড়াও কেন্দ্রীয় নেতা জয়রাম রমেশ, দিগ্বিজয় সিংহ-এর মতো কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা এরাজ্যে এই পদযাত্রায় অংশ নিতে আসবেন ৷ তবে প্রিয়াঙ্কা গাঁধির এই কর্মসূচিতে যোগদানের বিষয়টি এখনও ঝুলে রয়েছে বলেই প্রদেশ কংগ্রেসের এক নেতার দাবি । তিনি মঙ্গলবার জানান, 26 দিনের এই পদযাত্রার মধ্যে কবে কোথায় এসে প্রিয়াঙ্কা গান্ধি য়োগ দেবেন তা আজও ঠিক হয়নি । দিনক্ষণ ঠিক হলে পরে জানানো হবে ৷