ভাঙড়, 23 মে : রাজ্য সরকার সবজি ও মাছ ব্যবসায়ীদের বিনামূল্যে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়ার কথা ঘোষণা করেছিল ৷ সেইমতো ভাঙড়ের দুই নম্বর ব্লকে ব্যবসায়ীদের জন্য ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি চালু হল ৷ ভাঙড়ের তেরোটি বাজারে প্রায় সাতহাজার জন এই ভ্যাকসিন পাবেন বলে জানান ভাঙড় ২ বিডিও কার্তিকচন্দ্র রায়।
যাঁরা ঠেলা টানেন, বাজারের ব্যবসায়ী , মুটে থেকে শুরু করে হকার, সকলেই বিনামূল্যে এই ভ্যাকসিন পাবেন। শুক্রবার ভাঙড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। শোনপুর বাজার ব্যবসায়ী সমিতির প্রায় দুশোজন টিকা নিয়েছেন এদিন। পরবর্তীতে পোলেরহাট পাকাপোল গাবতলা সহ ভাঙড়ের মোট তেরোটি বাজারের প্রায় সাতহাজার জন এই টিকা পাবেন ৷ ভাঙড় কৃষি প্রধান এলাকা হওয়ায় অন্যান্য বাজারের তুলনায় এখানকার পাইকারি বাজারগুলিতে সব থেকে বেশি ভিড় হয় ৷ সেকারণে ক্রেতাদের যেমন সংক্রমিত হওয়ার সম্ভবনা থাকে, তেমনই বিক্রেতাদেরও সংক্রামিত হওয়ার সম্ভবনা থাকে।