ভাঙড়, 13 জুন:আইএসএফ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ 24 পরগনার ভাঙড় । বিডিও অফিসের সামনে শুধু বোমার গর্জন । চলেছে গুলিও । আইএসএফ প্রার্থী গুলিবিদ্ধ হন বলে খবর ৷ লাঠি, বাঁশ নিয়ে চলে বেধড়ক মারধর । হল ইটবৃষ্টি, ছোড়া হল টিয়ার গ্যাসের শেল । মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় । মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রের এক কিলোমিটার পর্যন্ত এলাকায় 144 ধারা জারির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ৷ গতকাল থেকে এই নিয়ম চালু হওয়ার পরও কীভাবে ভাঙড়ে এই পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷
মঙ্গলবার সকালে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়ে মনোনয়ন জমা দিতে যান আইএসএফ কর্মীরা । অভিযোগ, বিডিও অফিসের সামনেই তৃণমূল কর্মীরা সেই সময় জমায়েত করে ছিলেন । আইএসএফ কর্মীরা সেখানে পৌঁছতেই ব্যাপক বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ । মুড়িমুড়কির মতো বিডিও অফিসের সামনে চলতে থাকে বোমাবাজি ।
এমনিতেই মনোনয়ন কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে জারি রয়েছে 144 ধারা । কিন্তু নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে তৃণমূল কর্মীরা বাঁশ হাতে পাহারায় ছিলেন বলে অভিযোগ । আইএসএফ নেতা-কর্মীরা পৌঁছতেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । ক্যামেরায় ধরা পড়ে, এক আইএসএফ কর্মীকে ধরে টেনে সরিয়ে নিয়ে যায় পুলিশ ।