পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor in Basanti: নিহত তৃণমূল কর্মীর বাড়ি যেতে পারলেন না রাজ্যপাল, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ পরিবারের - basanti

বাসন্তীতে নিহত তৃণমূল কর্মীর বাড়ি যাওয়া হল না রাজ্যপালকে সিভি আনন্দ বোসের । নিহত তৃণমূল কর্মীর বাড়ির কাছাকাছি এসেও ফিরে যেতে হল তাঁকে। সোমবার সকালেই বাসন্তীতে পৌঁছন সিভি আনন্দ বোস।

ETV Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস

By

Published : Jul 3, 2023, 3:30 PM IST

Updated : Jul 3, 2023, 6:42 PM IST

বাসন্তী, 3 জুলাই: নিহত তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লার বাড়ির সামনে থেকে ফিরে যেতে হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। বাসন্তী থানার পুলিশ রাজ্যপালকে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে না যাওয়ার আবেদন করে বলেই খবর। নিরাপত্তার কারণ দেখিয়ে সিভি বোসকে ফেরার আবেদন জানানো হয়। অগত্যা নিহত জিয়ারুল মোল্লার বাড়ির সামনে থেকে ফিরে যেতে হল রাজ্যপালকে। নিহতের মেয়ে মানোয়ারা পিয়াদার অভিযোগ, "রাজ্যপাল বাড়িতেই আসছিলেন, প্রশাসন রাজ্যপালকে বিভ্রান্ত করেছে ।"

পঞ্চায়েত ভোটের আগে বঙ্গে মৃত্যুর তালিকা বেড়েই চলেছে। বাসন্তীর তৃণমূল কর্মীকে গুলি করে খুন সেই তালিকাকে আরও দীর্ঘ করল । শনিবারের ঘটনা, রবিবার বাসন্তীতে উত্তাপ, সোমবার রাজ্যপালের সরাসরি বাসন্তীতে পৌঁছে যাওয়া, সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের পাঁচ দিন আগে পরিস্থিতি একইরকম অশান্ত। রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপর আস্থা রাখছে জিয়ারুলের পরিবার। বিশেষ করে জিয়ারুলের মেয়ে মানোয়ারা পিয়াদা, যিনি নিজে বাসন্তী পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী তিনি রাজ্যপালের বোসের সঙ্গে দেখা করতে আগ্রহী ।

শনিবার রাতে জিয়ারুল মোল্লার উপর এলাপাথাড়ি গুলি চালায় বাইকে চেপে আসা দুষ্কৃতীরা । পিয়াদার অভিযোগ, দীর্ঘদিন ধরেই জিয়ারুল ফোনে খুনের হুমকি পাচ্ছিলেন । পুলিশকে জানানোর পরও কোনও পদক্ষেপ করা হয়নি । ভোটের টিকিট দেওয়া নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল বলেই জানাচ্ছেন পিয়াদা। তাই জিয়ারুলের মৃত্যু যে আকস্মিক ঘটনা নয়, তা সাফ জানিয়েছেন তিনি । রবিবারই রাজ্যপালের সঙ্গে ফোনে কথা হয় জিয়ারুল কন্যার। ফোনেই রাজ্য পুলিশের উপর যে তাঁর আস্থা নেই তা রাজ্যপালকে জানান মানোয়ারা পিয়াদা । তিনি সরাসরি সিবিআই তদন্তের দাবি করেন।

আরও পড়ুন: সোমবারও পঞ্চায়েতের প্রচারে নেই সায়নী, ভাবমূর্তির প্রশ্নে কি তৃণমূলে ‘ব্রাত্য’ যুব সভানেত্রী

ঘটনার গুরুত্ব বুঝে উত্তরবঙ্গ সফর শেষে ট্রেনে চেপেই বাসন্তীতে সোমবার পৌঁছন রাজ্যপাল। জিয়ারুলকে যেখানে খুন করা হয় সেই স্থানেও যান সিভি আনন্দ বোস। তারপরেই জিয়ারুলের বাড়ির দিকে যেতে চান রাজ্যপাল। সেখানেই তাঁকে পুলিশ বাধা দেয় বলে খবর। জিয়ারুলের পরিবারের অভিযোগ, বাড়ির কাছেই এদিন পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল। তখনই তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয় । নিরাপত্তার কারণ দেখিয়ে বাসন্তী থানার পুলিশ রাজ্যপালকে ফিরে যেতে অনুরোধ করে । এরপর রাজ্যপাল ফিরে গেলেও পঞ্চায়েত ভোটের পাঁচদিন আগে বাসন্তী ঘিরে তৈরি হয়েছে নতুন করে আতঙ্কের পরিবেশ।

Last Updated : Jul 3, 2023, 6:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details