পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফলতা থেকে ‘সোনার বাংলা’ তৈরির ডাক যোগী আদিত্যনাথের - Yogi Aditiya Nath

যোগীর আবেদন, আপনারা 34 বছর বামকে দিয়েছেন, 10 বছর তৃণমূলকে দিয়েছেন ৷ 5 বছর বিজেপিকে দিন, বাংলার আমূল পরিবর্তন ঘটে যাবে । বাংলাকে সোনার বাংলা পরিণত করব। নারী সুরক্ষা থেকে শুরু করে বেকার যুবকদের কর্মসংস্থান করবে বিজেপি সরকার । যারা এখন দুর্গাপুজো ,সরস্বতী পুজোয় বাধা দিচ্ছে আগামী দিন সোনার বাংলা হলে তাদেরই জন্য জেলের দরজা খোলা থাকবে।

যোগী আদিত্যনাথ
যোগী আদিত্যনাথ

By

Published : Apr 3, 2021, 5:52 PM IST

ফলতা, 3 মার্চ : ফলতা বিধানসভায় বিজেপি প্রার্থী বিধান বারুইয়ের সমর্থনে জনসভা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । জনসভায় তিনি বলেন, ‘‘হাতে মাত্র একমাস সময় আছে ৷ এখন তৃণমূলের গুন্ডাদের সময় উল্টোদিক থেকে কাউন্ট হতে শুরু করেছে ।’’

শনিবার ফলতার এই সভা থেকে তৃণমূলকে কটাক্ষ করে যোগী বলেন, "মে মাসের 2 তারিখে যখন রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে , তখন তৃণমূলের এই গুন্ডারা নিজেদের প্রাণ ভিক্ষা করবে ৷ যেমন করে উত্তরপ্রদেশের গুন্ডারা প্রাণ ভিক্ষা করছে । যারা সাধারণ মানুষের জীবন যাপন বেহাল করে দিয়েছে । যারা নারী সুরক্ষার কথা ভাবেনি, উত্তরপ্রদেশের তারাই এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে । পশ্চিমবঙ্গের তৃণমূলের গুন্ডাদের সেই রকমই অবস্থা হবে । আপনাদের ধন্যবাদ, যাঁরা তৃণমূলের গুন্ডারাজের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছেন । আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি 2 তারিখের পর রাজ্যের সুশাসন প্রতিষ্ঠিত হবে।"

যোগী জানান, তাঁর এই সভা বাতিল হয়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু যখন তিনি শোনেন যে, গতকাল রাতে তৃণমূলের বাইক বাহিনী বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ধমক দিচ্ছে, তখন তিনি মনস্থির করেন এই সভা করবেনই ৷ তিনি বলেন, "কেন্দ্রের যখন ইভিএম মেশিন খুলবে তখন পদ্ম ফুটবে । ভারতীয় জনতা পার্টির বাংলাতে খুবই প্রয়োজন রয়েছে ৷ বাংলাকে সোনার বাংলা করার ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী ৷ নরেন্দ্র মোদির সেই স্বপ্নপূরণের দায়িত্ব বাংলার বিজেপি কার্যকর্তারা নিয়েছেন । সোনার বাংলা গড়ার লক্ষ্যে নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বাংলার মানুষের কাছে ছুটে আসছেন ।"

ফলতার জনসভায় যোগী আদিত্যনাথ

আরও পড়ুন:মিথ্যেবাদী মোদি-অমিত হিংসা ছড়াচ্ছে, অভিযোগ মমতার

তাঁর আবেদন, আপনারা 34 বছর বামকে দিয়েছেন, 10 বছর তৃণমূলকে দিয়েছেন ৷ এবার 5 বছর বিজেপিকে দিন, বাংলার আমূল পরিবর্তন ঘটে যাবে । বাংলাকে সোনার বাংলা পরিণত করব। নারী সুরক্ষা থেকে শুরু করে বেকার যুবকদের কর্মসংস্থান করবে বিজেপি সরকার । যারা এখন দুর্গাপুজো ,সরস্বতী পুজোয় বাধা দিচ্ছে আগামী দিন সোনার বাংলা হলে তাদের জন্য জেলের দরজা খোলা থাকবে।

ABOUT THE AUTHOR

...view details