বিষ্ণুপুর, 5 এপ্রিল : রাত পোহালে রাজ্যে তৃতীয় দফার ভোট ৷ মঙ্গলের মহাযুদ্ধের পারদ ঊর্ধ্বমুখী । এবার ভোট হবে যথাক্রমে হাওড়া, হুগলি ও দক্ষিণ 24 পরগনার 31 আসনে ৷
দক্ষিণ 24 পরগনা জেলায় 16 আসনে ভোট হবে তৃতীয় পর্বে ৷ যার মধ্যে রয়েছে বিষ্ণুপুর ও সাতগাছিয়া বিধানসভা । আজ সকালে দেখা গেল, আগামীকালকের ভোট প্রস্তুতিতে ব্যস্ত ভোটকর্মীরা ৷ এদিন বিভিন্ন পোলিং বুথের প্রিজ়াইডিং অফিসাররা ভোটগ্রহণের সামগ্রী সংগ্রহ করলেন স্থানীয় শিক্ষা সঙ্ঘ হাইস্কুল প্রাঙ্গন ও বিদ্যানগর কলেজ প্রাঙ্গন থেকে ৷ কোভিড বিধি মেনে তাঁরা লাইন দিয়ে ভোট সামগ্রী নেন সোমবার ৷ এরপর নিজের নিজের পোলিং বুথের উদ্দেশে রওনা দেন ৷