পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাত পোহালে দফা তিন, বিষ্ণুপুরে ব্যস্ত ভোটকর্মীরা - Bishnupur of South 24 PGS

দক্ষিণ 24 পরগনা জেলায় 16 আসনে ভোট হবে তৃতীয় পর্বে ৷ যার মধ্যে রয়েছে বিষ্ণুপুর ও সাতগাছিয়া বিধানসভাও ।

voting-staff-preparing-to-go-to-the-polling-station-at-bishnupur-of-south-24-pgs
voting-staff-preparing-to-go-to-the-polling-station-at-bishnupur-of-south-24-pgs

By

Published : Apr 5, 2021, 2:17 PM IST

বিষ্ণুপুর, 5 এপ্রিল : রাত পোহালে রাজ্যে তৃতীয় দফার ভোট ৷ মঙ্গলের মহাযুদ্ধের পারদ ঊর্ধ্বমুখী । এবার ভোট হবে যথাক্রমে হাওড়া, হুগলি ও দক্ষিণ 24 পরগনার 31 আসনে ৷

দক্ষিণ 24 পরগনা জেলায় 16 আসনে ভোট হবে তৃতীয় পর্বে ৷ যার মধ্যে রয়েছে বিষ্ণুপুর ও সাতগাছিয়া বিধানসভা । আজ সকালে দেখা গেল, আগামীকালকের ভোট প্রস্তুতিতে ব্যস্ত ভোটকর্মীরা ৷ এদিন বিভিন্ন পোলিং বুথের প্রিজ়াইডিং অফিসাররা ভোটগ্রহণের সামগ্রী সংগ্রহ করলেন স্থানীয় শিক্ষা সঙ্ঘ হাইস্কুল প্রাঙ্গন ও বিদ্যানগর কলেজ প্রাঙ্গন থেকে ৷ কোভিড বিধি মেনে তাঁরা লাইন দিয়ে ভোট সামগ্রী নেন সোমবার ৷ এরপর নিজের নিজের পোলিং বুথের উদ্দেশে রওনা দেন ৷

বিষ্ণুপুরে ব্যস্ত ভোটকর্মীরা

আরও পড়ুন: ভোট মিটতেই উত্তপ্ত পূর্ব মেদিনীপুর, গ্রেফতার 14

তৃতীয় দফায় দক্ষিণ 24 পরগনার 16 আসন, হাওড়ার 7 আসন ও হুগলির 8 টি বিধানসভা আসনে ভাগ্য নির্ধারণ হবে মোট 205 জন প্রার্থীর ৷ এদের মধ্যে 192 জন পুরুষ ও 13 মহিলা প্রার্থী ৷ 3 জেলায় মোট ভোটারের সংখ্যা 78 লাখ 52 হাজার 425 ৷

ABOUT THE AUTHOR

...view details