সোনারপুর, 28 মার্চ : আজ দোল ৷ সকাল থেকেই উৎসবে সামিল আট থেকে আশি সক্কলে ৷ বাদ যায়নি প্রার্থীরাও ৷ দলীয় কর্মীদের সঙ্গে কেউ মাতলেন সবুজ আবিরে তো কেউ মাতলেন গেরুয়ায় ৷ একই ছবি ধরা পড়ল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রেও ৷ দুই প্রতিদ্বন্দ্বী মাতলেন রং খেলায় ৷ তবে সংশ্লিষ্ট কেন্দ্রের বিজেপি প্রার্থী অঞ্জনা বসুকে দেখা গেল দলীয় কর্মীদের সঙ্গে পুজো করতে ৷ আবার তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র খঞ্জনি বাজিয়ে গাইলেন গান ৷
নির্বাচনী প্রচারের ফাঁকে দোল উৎসবকে পাথেয় করে জনসংযোগ সারলেন প্রার্থীরা ৷ করোনা পরিস্থিতিতে রং খেলায় বিশেষ মাতলেন না অঞ্জনা ৷ বরং দলীয় কর্মীদের নিয়ে পুজো সারলেন ৷ অনুগামীদের সাবধানে থাকার বার্তা দিয়ে বললেন, " এবার না হয় বাড়ির মানুষদের সঙ্গে রং খেলুন ৷"
অন্যদিকে প্রথমবার নির্বাচন লড়বেন লাভলি ৷ এদিন দলীয় কর্মীদের নিয়ে ঘাসিয়ারা এলাকায় হৈ হৈ করে দোল উৎসবে সামিল হতে দেখা গেল তাঁকে ৷ বললেন, "এতদিন পরিবারের মানুষ, বন্ধুদের নিয়ে দোল খেলেছি ৷ এবার একেবারে অন্যরকম ভাবে দিনটা কাটল ৷ খুব খুশি আমি ৷ " অন্যদিকে খঞ্জনি বাজিয়ে তিনি মাতলেন গানের তালেও ৷ করোনা আবহে অনুগামীদের সাবধানে রং খেলার পরামর্শ দিয়েছেন ৷ আবার পথচলতি মানুষের গালে আবির ছুঁইয়ে ভোট প্রার্থনা করতেও দেখা গেল ৷