পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইএসএফ কর্মীর মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

তৃতীয় দফার ভোটে ক্যানিং পূর্ব কেন্দ্রে আইএসএফ কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ওই আইএসএফ কর্মী ৷

bengal election 2021 Trinamool is accused of beheading an ISF worker in canning purba assembly
আইএসএফ কর্মীর মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

By

Published : Apr 6, 2021, 10:57 AM IST

ক্যানিং পূর্ব (দক্ষিণ 24 পরগনা), 6 এপ্রিল : ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের শকুন্তলাতে আইএসএফ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, আজ সকালে যখন কালু গাজি নামে ওই ব্যক্তি স্থানীয় একটি চায়ের দোকানে যাচ্ছিলেন, তখনই তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁকে ব্যাপক মারধর করে ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

আইএসএফ কর্মীর মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আরও পড়ুন : জওয়ানের বিরুদ্ধে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, উত্তপ্ত তারকেশ্বর

জানা গিয়েছে, আজ সকালে ক্যানিংয়ের শকুন্তলার বাসিন্দা আইএসএফ কর্মী কালু গাজি স্থানীয় একটি চায়ের দোকানে যাচ্ছিলেন ৷ অভিযোগ, তখনই একদল তৃণমূল কর্মী তাঁর উপর চড়াও হয় ৷ তাঁকে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা ৷ সেই মারধরের সময়ই আইএসএফ কর্মীর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয় ৷ আর তাতেই কালু গাজির মাথা ফেটে যায় ৷ পুলিশ তাঁকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করায় । ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details