রায়দিঘি, 23 মার্চ : ইতিমধ্যেই নির্বাচনের ঘণ্টা বেজে গিয়েছে । সাধারণ মানুষের আস্থা ও মনজয় করতে মরিয়া সব দলের প্রার্থীরা । ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার কেন্দ্রের মনোনয়নপত্র দাখিল করেছে তৃণমূল, সিপিএম ও বিজেপির আরও অন্যান্য দলের প্রার্থীরা । রায়দিঘি বিধানসভা কেন্দ্রের লড়াই হবে মূলত ত্রিমুখী । গত দু'বারের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী দেবশ্রী রায় ।
সম্প্রতি দলের সঙ্গে অভিনেত্রীর দূরত্ব বেড়েছে ৷ পর পর দু'বারের বিধায়ক অভিনেত্রী দেবশ্রী রায়কে এই কেন্দ্রে থেকে প্রার্থী করেনি তৃণমূল । পরিবর্তে আস্থা রেখেছে রায়দিঘি বিধানসভা কেন্দ্রের ভূমিপুত্র অলোক জলদাতার উপর । একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল রায়দিঘি বিধানসভা কেন্দ্র ।
বামেদের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় লাল দুর্গে পরিণত করেছিলেন রায়দিঘিকে । তারপর 2011 সালে ঐতিহাসিক পালাবদল ৷ দূর্গ ধরে রাখতে ব্যর্থ হয় সিপিএম । অভিনেত্রী দেবশ্রী রায়ের কাছে সিপিএমের বর্ষীয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায় পরাজিত হন । 5,553 ভোটে জিতেছিলেন দেবশ্রী ৷ তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 93,236 টি ৷ সিপিএম ভোট পেয়েছিল 87, 683 টি ৷ বিজেপির ঝুলিতে ছিল 3,369 টি ভোট ৷
এরপর 2016 বিধানসভা ভোট ৷ ফের একবার জয়ী হন দেবশ্রী রায় ৷ প্রতিপক্ষ আবারও কান্তি গঙ্গোপাধ্যায় ৷ কিন্তু এবার মার্জিন কমিয়ে আনে বামেরা ৷ মাত্র 1,229 ভোটে জয়ী হয়েছিলেন দেবশ্রী ৷ তৃণমূল ভোট পেয়েছিল 1,01, 161 টি ৷ সিপিএমের প্রাপ্ত ভোট ছিল 99,932 টি ৷ শক্তি বাড়িয়ে বিজেপি পেয়েছিল 7, 699 টি ভোট ৷
এক সময়ের লাল দূর্গ বলে পরিচিত রায়দিঘি এখন সবুজে সবুজ ৷ রায়দিঘি থেকে এবার জোড়াফুলের প্রতীকে লড়ছেন অলোক জলদাতা ৷ বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন ৷ ভোট চাইছেন ৷ তবে বর্তমান বিধায়ক দেবশ্রী রায় এখন তৃণমূল ছেড়েছেন ৷ আর এটাকেই কাজে লাগাতে চাইছে বাকি দলগুলি ৷ রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যায়, 2011 সাল ও 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী দেবশ্রী রায়কে জেতাতে শান্তনু বাঁপুলির ভূমিকা ছিল অপরিসীম ।