সিঁথি, 7 এপ্রিল : দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা সিঁথি থানা এলাকার ফুলবাগানে । তৃণমূল এবং বিজেপি দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে ৷ দু'পক্ষের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে সিঁথি থানায় ।
বিজেপির অভিযোগ, মঙ্গলবার রাতে এলাকায় দলীয় পতাকা লাগানোর সময় তাদের উপর হামলা চালানো হয় ৷ তৃণমূল নেতা খোকন শী-র নেতৃত্বে তৃণমূল সমর্থকরা আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ৷ সংঘর্ষে আহত হয়েছেন তিন বিজেপি সমর্থক । বিজেপি সমর্থকরা সিঁথি থানায় অভিযোগ দায়ের করতে গেলে, থানার বাইরে থাকা বিজেপি সমর্থকের একটি মোটরবাইক ভাঙচুর করে তৃণমূল সমর্থকরা ৷
ফুলবাগানে দলীয় পতাকা লাগানোকে ঘিরে তৃণমূল -বিজেপি সংঘর্ষ - bjp
তৃণমূল এবং বিজেপি দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে ৷ বিজেপির অভিযোগ মঙ্গলবার রাতে এলাকায় দলীয় পতাকা লাগানোর সময় তাদের উপর হামলা চালানো হয় ৷ তৃণমূলের অভিযোগ ওয়ার্ডের সহ-সভাপতি খোকন শী-র বাড়ির সামনে জনা কুড়ি বিজেপির বহিরাগত দুষ্কৃতীরা তাঁর উপর আক্রমণ চালায় ৷
আরও পড়ুন : রক্ত ঝরল, মাথা ফাটল ; অশান্তির আবহে পার হল তৃতীয় দফার ভোট
অন্যদিকে, তৃণমূল এইসব অভিযোগ অস্বীকার করে ৷ তৃণমূলের পাল্টা অভিযোগ মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ তৃণমূল কংগ্রেস কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন এলাকায় ৷ সেইসময় বিজেপি কর্মীরাও দলীয় পতাকা লাগাচ্ছিলেন ৷ সেখানে তৃণমূল কর্মীদের পতাকা লাগাতে বাধা দেওয়া হয় । পরে তৃণমূলের দুই নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি খোকন শী-র বাড়ির সামনে বিজেপির প্রায় 20 জন বহিরাগত দুষ্কৃতীরা তাঁর উপর আক্রমণ চালায় বলেও অভিযোগ ৷ ঘটনায় দু'পক্ষই সিঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছেন সিঁথি থানার পুলিশ ।