সাগর, 28 মার্চ : নির্বাচনী প্রচারে ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়কে আক্রমণ করলে শুভেন্দু অধিকারী ৷ সাগরের একটি রাজনৈতিক সভায় শুভেন্দুবাবু বলেন, ‘‘ সাড়ে 9 বছর ধরে তোষণের রাজনীতি করেছেন মমতা ৷ নারায়ণকে বলছেন বিষ্ণুমাতা, সরস্বতীর মন্ত্র ও চণ্ডীপাঠ করতে গিয়ে চণ্ডীর পিন্ডি চটকে দিচ্ছেন । এই বেগমকে আর একটিও ভোট দেবেন না।’’
সাগর বিধানসভার বিজেপি প্রার্থী বিকাশ কামিলার সমর্থনে রবিবার বিকেলে হরিণবাড়ির মাঠে একটি জনসভার আয়োজন করা হয় । এই জনসভায় যোগ দিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পুরনো দল তৃণমূলকে লাগাতার আক্রমণ করলেন শুভেন্দু । সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘‘মাননীয়া 10 বছর ধরে বাংলায় 2 কোটি বেকার তৈরি করেছে ৷ সাড়ে 5 কোটি স্থায়ী পদ তুলে দিয়েছে ৷ 7 বছর এসএসসি হয়নি ৷ সাড়ে 8 লাখ যুবক বিএড পাশ করে রাস্তায় রাস্তায় ঘুরছে । চাকরিকে পুরো ভোকাট্টা করে দিয়েছে । ওনাকে আর কেউ চাইছে না।’’