পশ্চিমবঙ্গ

west bengal

রায়দিঘিতে রোড শো সিপিআইএম প্রার্থীর

রায়দিঘি বিধানসভা থেকে সিপিআইএমের প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায় ৷ এদিন রোড শো'র মাধ্যমে নির্বাচনী প্রচার করেন তিনি ৷ হুড খোলা গাড়িতে রায়দিঘির বিভিন্ন বাজার এলাকা ঘুরে দেখেন ৷ পাশাপাশি কথা বলেন এলাকার মানুষের সঙ্গে ৷

By

Published : Apr 4, 2021, 3:35 PM IST

Published : Apr 4, 2021, 3:35 PM IST

Updated : Apr 4, 2021, 4:12 PM IST

রায়দিঘিতে রোড শো সিপিআইএম প্রার্থীর
রায়দিঘিতে রোড শো সিপিআইএম প্রার্থীর

রায়দিঘি, 4 এপ্রিল: ভোট ময়দানে সব দলেরই নজরে রয়েছে রায়দিঘি বিধানসভা। এবার সেই বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন সিপিআইএমের প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায় ৷ আজ রোড শো'র মাধ্যমে রবিবাসরীয় প্রচারে নামেন তিনি ৷ হুড খোলা গাড়িতে এদিন বাজার সংলগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি ৷ কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে ৷ জানতে চান তাঁদের সমস্যার কথা ৷

রায়দিঘি বিধানসভা বরাবরই বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সেই শক্ত ঘাঁটিতে ফাটল ধরেছিল 2011 সালে ৷ ফাটল ধরিয়েছিল তৃণমূল ৷ 2011 ও 2016-এর নির্বাচনে তৃণমূল জয়ের ধারা অব্যাহত রেখেছিল। এবারের নির্বাচনে রায়দিঘি বিধানসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। নিজেদের হারানো গড় ফিরে পেতে মরিয়া বাম শিবির ৷ এবার সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র থেকে তাদের তুরুপের তাস সিপিআইএমের বর্ষীয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায়।

রায়দিঘিতে রোড শো সিপিআইএম প্রার্থীর

অন্যদিকে নিজেদের শক্ত জমি হারাতে নারাজ ঘাসফুল শিবির ৷ সেখানে এবারের প্রার্থী অলোক জলদাতা ৷ পাশাপাশি 2019 থেকে লোকসভা নির্বাচনের পর থেকে ক্রমাগত শক্তি বৃদ্ধি করেছে বিজেপি ৷ রায়দিঘিকে নিজেদের দখলে আনতে বিজেপি বাজি ধরেছে শান্তনু বাপুলির উপর ৷ হারানো জমি ফিরে পেতে চাপে রয়েছে বামশিবির ৷ 6 এপ্রিল ইভিএমবন্দি হতে চলেছে রায়দিঘিবাসীর রায় ৷

আরও পড়ুন :প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী

Last Updated : Apr 4, 2021, 4:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details