পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হরিনাম সংকীর্তনে জয় শ্রীরাম ধ্বনি , আসর ভাঙচুরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে

ডায়মন্ডহারবার থানার বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর পঞ্চগ্রাম এলাকায় হরিনাম সংকীর্তনে জয় শ্রীরাম ধ্বনিতে বিপত্তি ৷ এই জয় শ্রীরাম ধ্বনি শুনেই হরিনামের আসর ভাঙচুর করলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য ৷ এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷

হরিনাম সংকীর্তনে জয় শ্রীরাম ধ্বনি
হরিনাম সংকীর্তনে জয় শ্রীরাম ধ্বনি

By

Published : Apr 19, 2021, 2:10 PM IST

Updated : Apr 19, 2021, 6:32 PM IST

ডায়মণ্ড হারবার , 19 এপ্রিল : ভগবানের নামগানের আসরেও রাজনীতির রং ৷ জয় শ্রীরাম বলায় হরিনাম সংকীর্তনের আসরে ভাঙচুর চালিয়ে হরিনাম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবার থানার উত্তর পঞ্চগ্রাম এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ডহারবার থানার পুলিশ ৷ এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্য সত্যজিৎ দাসকে গ্রেফতার করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গেছে , রবিবার ডায়মন্ডহারবার থানার বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর পঞ্চগ্রাম এলাকায় হরিনাম সংকীর্তন চলছিল । এই হরিনাম সংকীর্তনে জয় শ্রীরাম বলায় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য সত্যজিৎ দাস তাঁর দলবল নিয়ে হরিনামের আসরে ভাঙচুর চালান এবং তা বন্ধ করে দেন বলে অভিযোগ।

ঘটনায় উত্তেজনা ছড়ালে খবর দেওয়া হয় ডায়মন্ডহারবার থানায়। খবর পেয়ে রাতেই অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

হরিনাম সংকীর্তনে জয় শ্রীরাম ধ্বনি , আসর ভাঙচুরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে

এই ঘটনায় আজ সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে উত্তর পঞ্চগ্রাম এলাকা। এদিন অভিযুক্তদের উপর চড়াও হয়ে তাঁদের মারধর করেন ক্ষুদ্ধ গ্রামবাসীরা। ঘটনার জেরে উত্তপ্ত এলাকা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন :করোনা মোকাবিলার রূপরেখা নির্ধারণে নবান্নে বৈঠক

স্থানীয় বিজেপি নেতা দেবাংশু পাণ্ডা এই ঘটনার তীব্র নিন্দা করেন ৷

অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব জানিয়েছে এটি স্থানীয় একটি ঘটনা ৷ এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই ৷

Last Updated : Apr 19, 2021, 6:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details