পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোনারপুরে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে - west bengal election 2021

সোমবার রাতে সোনারপুরে তৃণমূলের চার কর্মীর উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ ভোট পরবর্তী হিংসার জেরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ তাদের পাল্টা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই ঘটনা ঘটেছে ৷ এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ৷

সোনারপুরে তৃণমূলের উপর মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷
সোনারপুরে তৃণমূলের উপর মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷

By

Published : Apr 13, 2021, 2:02 PM IST

সোনারপুর, 13 এপ্রিল: ভোট পরবর্তী হিংসা অব্যাহত ৷ তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । অবশ্য অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির । তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে এটা ঘটেছে ৷ ঘটনায় উত্তেজনা ছড়াল রাজপুর-সোনারপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের জলপোল এলাকায় ৷

তৃণমূলের তরফে অভিযোগ, সোমবার রাতে বাড়ি ফেরার পথে ওই তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলা চালানো হয় ৷ পরিকল্পনা করে তাঁদের উপর হামলা চালানো হয় ৷ ঘটনায় মোট 4 জন আহত হয়েছেন ৷ নিমাই সর্দার ও রণ সর্দার নামে দুই তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ৷ রড, লাঠি ও বন্দুকের বাঁট দিয়ে তাঁদের মারা হয়েছে ৷

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ পুলিশ জানায়, ঘটনায় জড়িত থাকার সন্দেহে 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তৃণমূলের পাপিয়া হালদারের অভিযোগ, নির্বাচনে খারাপ ফল করবে জেনেই এখন থেকে সন্ত্রাস শুরু করেছে বিজেপি ৷ আচমকা তাঁদের কর্মীদের উপর হামলা চালানো হয় ৷

অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন বিজেপি নেতা ও সোনারপুর উত্তর বিধানসভা এলাকার 1 নম্বর মণ্ডলের সভাপতি তাপু চৌধুরী ৷ তাঁদের পাল্টা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details