পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের আগে ভাঙড়ে উদ্ধার 41টি বোমা - ISF

ভাঙড়ে ফের উদ্ধার হল 41টি বোমা ৷ যদিও ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ ঘটনার সঙ্গে আইএসএফ জড়িত থাকতে পারে বলে দাবি তৃণমূলের ৷ তৃণমূলের উপর পাল্টা দোষ চাপিয়েছে আইএসএফ ৷

ভোটের আগে ভাঙড়ে উদ্ধার 41 টি বোমা
ভোটের আগে ভাঙড়ে উদ্ধার 41 টি বোমা

By

Published : Apr 2, 2021, 1:26 PM IST

ভাঙর, 2 এপ্রিল : ভোটের মধ্যে গোটা ভাঙর যেন কার্যত বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে ৷ লাগাতার উদ্ধার হচ্ছে বোমা ৷ এদিন ফের ভাঙরের পদ্মপুকুর এলাকা থেকে উদ্ধার করা হয় 41টি বোমা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় ভাঙর থানার পুলিশ ৷ পরে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে ৷ তারা এসে বোমাগুলি নিস্ক্রিয় করে ৷

স্থানীয় সূত্রে খবর , সকালে কয়েকজন স্থানীয় পদ্মপুকুুড় মাঠে বোমাগুলি পড়ে থাকতে দেখেন ৷ একসঙ্গে 41টি বোমা পড়ে থাকতে দেখে তাঁরা তড়িঘড়ি খবর দেন ভাঙর থানায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ পুলিশ এসে বোমা বাজেয়াপ্ত করে ৷ বোমা উদ্ধারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি , এই ঘটনার সঙ্গে জড়িত আইএসএফ কর্মীরা ৷ অন্যদিকে তৃণমূলের উপর পাল্টা দোষ চাপিয়েছে আইএসএফ ৷

তৃণমূল নেতা বাহারুল ইসলামের দাবি, "এই ঘটনার জন্য সিপিআইএম ও আইএসএফ দায়ী ৷ এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য এরকম ঘটনা ঘটানো হয়েছে ৷ "

পাল্টা অভিযোগ এনেছে আইএসএফ নেতা মিন্টু শিকারি ৷ তাঁর দাবি, " আমাদের কোনও কর্মী এরকম কোনও ঘটনার সঙ্গে জড়িত নয় ৷ এই ঘটনার জন্য দায়ী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ "

ভাঙরে বোমা উদ্ধারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর

আরও পড়ুন :প্রচারে বেরিয়ে আক্রান্ত ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার

ABOUT THE AUTHOR

...view details