পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট দক্ষিণ 24 পরগনার 4 কেন্দ্রে

মোটের উপর শান্তিপূর্ণ ভোট হল দক্ষিণ 24 পরগনার 4 বিধানসভায় ৷ আজ দ্বিতীয় দফায় সাগর, গোসাবা, কাকদ্বীপ ও পাথরপ্রতিমায় ভোট নাওয়া হয় ৷ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এই চার বিধানসভায় শান্তিপূর্ণ ভোট হয়েছে ৷

bengal election 2021 Peaceful voting in 4 centers of South 24 Pargana
মোটের উপর শান্তিপূর্ণ ভোট দক্ষিণ 24 পরগনার 4 কেন্দ্রে

By

Published : Apr 1, 2021, 6:46 PM IST

কাকদ্বীপ, 1 এপ্রিল : কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে দক্ষিণ 24 পরগনার গোসাবা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা এবং সাগর বিধানসভায় শেষ হল ভোট ৷ মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন দেখা গেল দক্ষিণ 24 পরগনার প্রথম ধাপের ভোটে ৷ বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে নির্বিঘ্নে এই কেন্দ্রগুলিতে নির্বাচন সম্পন্ন হয়েছে । যদিও দুপুর হতেই একাধিক জায়গায় নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে ৷ কয়েকটি বুথে পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে। তবে, এই ছোটখাটো কয়েকটি ঘটনা বাদে মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে বলেই জেলা নির্বাচন দফতরের তরফে জানানো হয়েছে ৷

এদিন কাকদ্বীপ বিধানসভার রথতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 89 নম্বর বুথে ভোটগ্রহণ চলছিল। বুথের ভিতরে বিজেপির পোলিং এজেন্টকে গেরুয়া পাঞ্জাবি পরে বসে থাকতে দেখা যায়। যে ঘটনা নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘনের অভিযোগ তোলে অন্যান্য রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা। তাঁদের অভিযোগ প্রিসাইডিং অফিসারের চোখের সামনে কিভাবে কমিশনের নির্দেশ অমান্য করা হয় ৷ যে ঘটনায় পরবর্তীকালে প্রিসাংডিং অফিসারের নির্দেশে পোশাক বদলে আসেন বিজেপির পোলিং এজেন্ট ৷

আরও পড়ুন : সাগরে 2 বার ভোট দিলেন যুবক
অন্যদিকে, কাকদ্বীপের হালদারচকের 42 নম্বর বুথে ক্ষুদিরাম শিশুকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন বিজেপির পোলিং এজেন্টকে বুথ ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ৷ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিজেপি । গোসাবা বিধানসভা কেন্দ্রের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের কয়েক জায়গাতেও একই ধরনের অভিযোগ ওঠে। তবে, সাগর বিধানসভায় কোনওরকম অশান্তির খবর মেলেনি । জেলাজুড়ে বিক্ষিপ্ত কয়েকটি অশান্তি ছাড়া প্রায় সর্বত্রই নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details