পশ্চিমবঙ্গ

west bengal

"ঝড়ের আগে কান্তি এল, কেউ তো এল না"

"ঝড়ের আগে কান্তি এল, কেউ তো এল না" গানে শাসক দল তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি রায়দিঘি বিধানসভার প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে ৷

By

Published : Mar 19, 2021, 7:40 PM IST

Published : Mar 19, 2021, 7:40 PM IST

Updated : Mar 19, 2021, 8:02 PM IST

parody-song-in-support-of-cpim-leader-kanti-ganguly-viral-in-social-media
parody-song-in-support-of-cpim-leader-kanti-ganguly-viral-in-social-media

রায়দিঘি, 19 মার্চ : এমন সুরেলা ভোট শেষ কবে দেখা গেছে ! প্যারোডির প্রতিযোগিতা লেগে গেছে । তাতে এখন এগিয়ে বামেরা ৷ ইতিমধ্যে হিট তাদের দু-দুটি 'টুম্পা গান' ৷ লুঙ্গি ডান্সের আদলে লাল ফেরাও, হাল ফেরাও-ও সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ এবার রায়দিঘির বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্যারোডি বাঁধল তরুণ বাম ব্রিগেড ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সে গানও---"ঝড়ের আগে কান্তি এল, কেউ তো এল না" ৷

"ঝড়ের আগে কান্তি এল, কেউ তো এল না"-তে শাসক দল তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি রায়দিঘি বিধানসভার প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে ৷ মমতা-দেবশ্রীর ভিজ়ুয়াল দেখিয়ে গানে বলা হয়েছে, "এমনি এমএলএ ছিল/ লুটে টাকার বখরা নিল" ৷ তবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়কে কেন্দ্র করেই প্যারোডিটি আবর্তিত ৷ সুবিধা-অসুবিধায় সুন্দরবনের সাধারণ মানুষের পাশে প্রবীণ বাম নেতাই যে দাঁড়ান, সেই কথা মনে করিয়ে দেওয়া হয়েছে গানের ছত্রে ছত্রে ৷ আমফানের সময় কীভাবে অসহায় মানুষের সুখ-দুঃখের সাথী হয়েছিলেন বর্ষীয়ান নেতা, সেই কথা বলা হয়েছে গানে । তুলে ধরা হয়েছে প্রাক্তন মন্ত্রীর সেই সময়ের ময়দানে নেমে কাজ করার ভিজ়ুয়াল, ত্রাণ সামগ্রী দানের ফুটেজ ৷ অতএব, "এবার কান্তি দা-ই, কান্তি দা-ই/ সব দরকারে কান্তি দা-ই, কান্তি দা-ই", বলছে গান ৷

ভাইরাল কান্তি গঙ্গোপাধ্যায়কে নিয়ে বামেদের প্যারোডি

আরও পড়ুন: ভোট দিতে পথে টুম্পা, বামেদের নতুন প্যারোডি

যাকে নিয়ে গান, সেই কান্তি গঙ্গোপাধ্যায় অবশ্য মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ভোটের হারা-জিত নিয়ে ভাবিত নই ৷ আমি সুন্দরবনের মানুষের সুখ-দুঃখের সাথী ৷

সে কান্তি যাই বলুন, "ঝড়ের আগে কান্তি এল কেউ তো এল না" ইতিমধ্যে সাড়া ফেলেছে রায়দিঘিতে । সোশাল মিডিয়া মারফত গোটা রাজ্যের বাম সমর্থকদের মনও জিতে নিয়েছে নয়া প্যারোডি ৷

Last Updated : Mar 19, 2021, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details