ক্যানিং , 22 মার্চ : স্লোগান হওয়া উচিৎ ছিল " তৃণমূল প্রার্থী পরেশরাম দাসকে বিপুল ভোটে জয়ী করুন " ৷ কিন্তু শোনা গেল, "গাছ লাগান প্রাণ বাঁচান" স্লোগান ৷ নির্বাচনী প্রচারের পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে প্রচার ময়দানে নামলেন ক্যানিং পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী পরেশরাম দাস ৷ বাড়ি বাড়ি গিয়ে কেবল ভোট প্রার্থনাই করলেন না, বাড়ির সদস্যের হাতে একটা গাছের চারাও তুলে দিলেন তিনি ৷ নিজেদের ইস্তেহারে কোনও দলই পরিবেশ রক্ষার কথা সেভাবে উল্লেখ করে না বলে ক্ষুব্ধ পরিবেশপ্রামীরা৷ সেই জায়গায় বিশ্ব অরণ্য দিবসের দিন পরেশবাবুর ভোট প্রচারের এমন অভিনব উদ্যোগ নজর কেড়েছে এলাকার বাসিন্দাদের ৷
সুন্দরবনের অরণ্য এই অঞ্চলকে আকর্ষণীয় করে তুলেছে ৷ সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের টানে বারে বারে এখানে ছুটে আসেন দেশ-বিদেশের প্রকৃতিপ্রেমীরা। আর সেই বিশ্ব অরণ্য দিবসে নিকাড়িঘাটা অঞ্চলের বেশ কিছু এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে অভিনব ভাবে ভোট প্রচার করলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী । পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপনের বার্তা যেমন দিলেন তেমনই দিলেন সমাজ সচেতনতার বার্তাও ৷ পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে গুরুজনদের পায়ে হাত দিয়ে আশীর্বাদও চাইলেন ৷ নির্বাচনে জিতলে এলাকার পরিবেশ রক্ষায় একাধিক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিলেন পরেশরাম দাস ৷