বিষ্ণুপুর, 1 এপ্রিল : একদিকে চলছে বাংলার 30টি আসনের ভোটপর্ব ৷ অন্যদিকে দক্ষিণ 24 পরগনায় নির্বাচনী প্রচারে এলেন মিঠুন চক্রবর্তী ৷ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভার বিজেপি প্রার্থী অগ্নিশ্বর নস্কর ৷ এদিন তাঁর সমর্থনেই রোড শোয়ে অংশগ্রহণ করেন মিঠুন ৷ কৌতুহলী জনতা মিঠুনকে একঝলক দেখার জন্য ভিড় জমায় রাস্তার দু'ধারে ৷
দক্ষিণ 24 পরগনায় ভোট তিন দফায় ৷ তার মধ্যে বিষ্ণুপুর বিধানসভায় ভোট 6 এপ্রিল ৷ তার আগে সংশ্লিষ্ট কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামেন মিঠুন ৷ এদিন সকালে স্বামীনারায়ণ মন্দির হেলিপ্যাড নামেন তিনি ৷ সেখান থেকে হুডখোলা গাড়ি করে পৈলান থেকে রোড শো শুরু করেন তিনি ৷ পরে নেপালগঞ্জ হয়ে ঘাঁটুর মোড় পর্যন্ত রোড শো করেন ‘ফাটাকেষ্ট’ ৷