সোনারপুর, 7 এপ্রিল : সোনারপুর দক্ষিণ ও সোনারপুর উত্তরের বিজেপি প্রার্থী অঞ্জনা বসু এবং রঞ্জন বৈদ্যর সমর্থনে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী ৷ আজ বেলা সাড়ে বারোটা নাগাদ গড়িয়ার মহামায়াতলা থেকে রোড শো শুরু করেন বিজেপির তারকা ক্যাম্পেনার ৷ শীতলা মন্দির পর্যন্ত এই রোড করেন তিনি ৷
সোনারপুরের দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে মিঠুন - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
সোনারপুর উত্তর ও সোনারপুর দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থীদের প্রচারে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী ৷ বিজেপির এই তারকা ক্যাম্পেনার আজ বেলা সাড়ে 12টা নাগাদ মহামায়াতলা থেকে শীতলা মন্দির পর্যন্ত রোড শো করেন ৷
সোনারপুরের দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে মিঠুন চক্রবর্তী
আরও পড়ুন : লরির মাথায় চেপে যশের হয়ে প্রচার মিঠুনের
আজ দুপুরে সোনারপুর দক্ষিণ এবং সোনারপুর উত্তরের দুই বিজেপি প্রার্থী প্রার্থীর হয়ে প্রচার করলেন মিঠুন চক্রবর্তী ৷ মহামায়াতলা থেকে শীতলা মন্দির পর্যন্ত রোড শো করেন তিনি ৷ এই মিছিলকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷ আজকের মিছিলে সোনারপুর উত্তরের বিজেপি প্রার্থী রঞ্জন বৈদ্য এবং সোনারপুরের অঞ্চল সভাপতি সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন ৷