ভাঙড়, 23 এপ্রিল : ভোট পরবর্তী হিংসায় আবারও উত্তপ্ত ভাঙড় । এলাকা দখলকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় গতকাল রাতে । উভয় পক্ষ এক অপরের বিরুদ্ধে অশান্তি করার অভিযোগ এনেছে ৷ ভাঙড়ের বারজুলি এলাকার ঘটনা । সংঘর্ষে দুই দলের 3 জন আহত হয়েছে । খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
আইএসএফ কর্মীদের অভিযোগ, ভোটের পর থেকেই তৃণমূলের লোকেরা ভয় দেখাচ্ছে । আগে থেকে তাদেক আইএসএফ করা যাবে না বলে হুমকি দেওয়া হচ্ছিল ৷ বৃহস্পতিবার রাতে যখন আইএসএফ কর্মী সাইফুদ্দিন মোল্লা ও আশান মোল্লা বাড়ি ফিরছিলেন সেইসময় তাঁদের উপর হামলা চালানো হয় । দুই আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ ৷ আহত অবস্থায় তাঁদের নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ।