পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইএসএফ নেতাকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ, উত্তেজনা ভাঙড়ে

ভাঙড় বিধানসভার দুই এলাকা উত্তপ্ত হয়ে উঠল । কাঠগড়ায় তৃণমূল ও আইএসএফ । দুটি পৃথক ঘটনায় মোট চারজন আহত হয়েছে । অভিযোগের ভিত্তিতে দুটি ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় ও কাশীপুর থানার পুলিশ ।

west bengal assembly election 2021
ছবি

By

Published : Mar 26, 2021, 4:58 PM IST

ভাঙড়, 26 মার্চ : দুটি পৃথক ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় বিধানসভার মাধবপুর ও মাঝেরহাট এলাকা ।

আইএসএফ নেতাকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার মাধবপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় রাস্তায় একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় বলে জানিয়েছেন ভাঙড়ের আইএসএফ নেতা মিন্টু শিকারি। মাটিতে ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় সংজ্ঞাহীন হয়ে পড়েন মিন্টু। হামলার খবর পেয়ে দলীয় কর্মীরা তার কাছে পৌঁছতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।

ঘটনাস্থল থেকে সংজ্ঞাহীন অবস্থায় মিন্টুবাবুকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখান থেকে পরে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।খবর পেয়ে ভাঙড় থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এক আইএসএফ সমর্থক মণিরুল মোল্লা বলেন, এর আগেও মিন্টু শিকারির উপর একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। এবারের এই ঘটনায় তৃণমূলের নামে অভিযোগ করছেন আহত মিন্টু শিকারি।

যদিও তাঁর এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, মিন্টু শিকারি নাটক করছে । ওদের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই।"

এই ঘটনায় ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, কাশীপুর থানার মাঝেরহাট গ্রামে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল ঝামেলায় জড়িয়ে পড়ে । খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details