পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কুলতলিতে তৃণমূল-সিপিআইএম সংঘর্ষ - wb assembly election 2021

তৃণমূল যুব সভাপতি প্রদ্যুৎ অধিকারীর উপর প্রাণঘাতী হামলা চালায় বেশ কিছু দুষ্কৃতী । দুষ্কৃতীরা সিপিআইএম নেতা হালিম সরদার এর নেতৃত্বাধীন বলে অভিযোগ । অন্যদিকে অপরদিকে সিপিআইএমের তরফ থেকে অভিযোগ, ঘটিহারানিয়া বাজার এলাকায় প্রচার শেষে বাড়ি ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় হালিম সরদারের উপর । তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগও ওঠে ।

মমতার অপেক্ষায় তামলিবাঁধ
মমতার অপেক্ষায় তামলিবাঁধ

By

Published : Mar 24, 2021, 3:42 PM IST

কুলতলি, 24 মার্চ : তৃণমূল যুব সভাপতির উপর প্রাণঘাতী হামলা । গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে । অভিযোগের তির সিপিআইএমের দিকে । অপরদিকে সিপিআইএমের তরফ থেকে তাঁদের উপর হামলার অভিযোগ । নলগড়া গ্রামের নাইয়াপাড়া কর্মিসভায় ঘটনাটি ঘটে ।

তৃণমূল যুব সভাপতি প্রদ্যুৎ অধিকারীর উপর প্রাণঘাতী হামলা চালায় বেশ কিছু দুষ্কৃতী । দুষ্কৃতীরা সিপিআইএম নেতা হালিম সরদার এর নেতৃত্বাধীন বলে অভিযোগ । এলাকায় জনসংযোগ সেরে ফেরার পথে প্রদ্যুৎবাবুর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় । ঘটনায় জখম হন প্রদ্যুৎ অধিকারী । স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা তাঁকে উদ্ধার করে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । শারীরিক অবস্থার অবনতি হলে, প্রদ্যুৎবাবুকে কলকাতায় পাঠানো হয় ।

অপরদিকে সিপিআইএমের তরফ থেকে অভিযোগ, ঘটিহারানিয়া বাজার এলাকায় প্রচার শেষে বাড়ি ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় হালিম সরদারের উপর । তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগও ওঠে । আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে রাস্তা আটকায় । সেখানেই দু'দলের মধ্যে হাতাহাতি হয় বলে দাবি সিপিআইএম-এর । হালিম সরদারকে রায়দিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁর চিকিৎসা চলছে ।

ঘটনা প্রসঙ্গে তৃণমূল এবং সিপিআইএম-এর তরফ থেকে বক্তব্য

আরও পড়ুন : আত্মবিশ্বাসী সায়ন্তিকাকে প্রতিদ্বন্দ্বীই ভাবছেন না বিজেপির নীলাদ্রিশেখর

এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । ঘটনাস্থলে পৌঁছায় কুলতলি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । ঘটনায় পাঁচজনকে আটক করেছে কুলতলি থানার পুলিশ । তবে এই ঘটনায় তৃণমূল ও সিপিআইএমের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details