পাথরপ্রতিমা, 17 এপ্রিল : ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত পাথরপ্রতিমায়। এলাকার পুকুরে স্নান করা নিয়ে তৃণমূল বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় ৷ পরে তা হাতাহাতিতে পৌঁছয় ৷ মারধরের ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী সমর্থক।
স্থানীয় সূত্রের খবর, আজ সকালে পাথরপ্রতিমার শ্রী নারায়ণপুর এলাকায় একটি পুকুরে স্নান করতে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলের কর্মী সমর্থকদের লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ ৷ এর প্রতিবাদ করলেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা । হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ঢোলাহাট থানায় অভিযোগ দায়ের করেছে দুই পক্ষ।